পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ $ግ করিলে প্রধান২ অধ্যাপকেরদিগের ক্রমে লোকাস্তর হওয়াতে তর্কালঙ্কারের নিকট অনেক২ ছাত্র অধ্যয়নে নিযুক্ত হইল এবং দেশ বিদেশে অবাধিত নিমন্ত্রণ প্রচরন্দ্রপে চলিল পরে স্বদেশত্যাগ করিয়া ভাটপাড়া গ্রামে সৰ্ব্বারম্ভে বসতি করিলেন। সংপ্রতি পূৰ্ব্ব দেশে এক নিমন্ত্রণে গিয়াছিলেন সেখানহইতে নবদ্বীপ মোকামে যে দিবস পন্থছিলেন সেই দিবস জর বোধ হইলে চিকিৎসকের কহিল যে জর হইয়াছে সে ভাল নহে সাবধান থাকিবেন ইহাতে তিনি ব্যস্ত হইয় নৌকারোহণে বাট গমনে উদ্যত হইয় নওয়াসরাইপর্য্যস্ত আসিয়া ১১ বৈশাখ সোমবারে ঐ মোকামে গঙ্গা তীরে লোকাস্তরগত হইয়াছেন। পরে র্তাহার স্ত্রী ঐ সমাচার শুনিয় তাহার নিকট আগমন করিয়া বিধিপূৰ্ব্বক সহগমন করিয়াছেন । ( ২৪ আগষ্ট ১৮২২ । ৯ ভাত্র ১২২৯ ) মৃত্যু —সম্প্রতি পূৰ্ব্বস্থলীনিবাসী কালীকুমার রায় বৈদিক শ্রেণীতে উত্তমাভিজাত্যাপন্ন ব্রাহ্মণ বহুকালাবধি কালেজ কৌসিলের বাঙ্গলাখোসনবীসী কৰ্ম্মে নিযুক্ত ছিলেন তাহাতে স্বখ্যাতিমান ও স্থলেখক ও স্বীয় সদ্বক্তৃতাহেতুক বহুজন মনোরঞ্জক ছিলেন সম্প্রতি অষ্টাহের জরে ৩২ শ্রাবণ বৃহস্পতিবারে তাহার পাঞ্চভৌতিক শরীর পরিহার হইয়াছে । তাহার কারণ অনেকের খেদোদয় হইয়াছে। ( ২১ সেপ্টেম্বর ১৮২২ । ৬ আশ্বিন ১২২৯ } মরণ –৩ সেপ্তম্বর করনল উইলফোদ সাহেব মোং বানরসে লোকাস্তরগত হইয়াছেন এই বিদ্বান ব্যক্তির পরলোক হওয়াতে পূৰ্ব্ব দেশীয় বিদ্যার্থীরদের অনেক ক্ষতি হইয়াছে। এই বিজ্ঞ সাহেব বহু দিবসাবধি এতদেশীয় বিদ্যাতে ও প্রাচীন ইতিহাসাদিতে অতিবিজ্ঞ ছিলেন এবং আসিয়াটিক সোসয়িটির আরম্ভাবধি তিনি তাহার এক অংশী ছিলেন এবং ঐ সোসয়িটার অভিপ্রেত কর্মের সাহায্য করণেতে অতিশীঘ্র খ্যাত হইয়াছিলেন । তিনি জ্ঞানেতে ও বিদ্যাবিষয়ে অশেষ পরিশ্রম করণেতে সর উইলিয়ম জোন্স সাহেব কতৃক অতিসম্ভ্রান্ত হইয়াছিলেন এবং বাঙ্গালার বড় সাহেব ওয়ারণ হেষ্টিংস বাহাদূরের সহায়তাতে তিনি আপন পরমায়ু বিদ্যা চর্চাতে ব্যয় করিয়াছেন। তিনি উৎসাহের ফলপ্রাপ্ত হইয়াছিলেন। তাহার এমত পরিশ্রমের প্রশংসা প্রায় সৰ্ব্বত্র ইংল্পওঁীয় লোকেরদের মধ্যে প্রকাশিত আছে এবং অতিজ্ঞানি লোকেরাও র্তাহার কৃত গ্রন্থের প্রমাণ মান্ত করেন । ( ১৬ নবেম্বর ১৮২২ ৷ ২ অগ্রহায়ণ ১২২৯ ) মরণ ॥—মোকাম শ্রীরামপুরে ফিলিক্স কেরি সাহেব ১০ নবেম্বর রবিবার বেলা তিন প্রহরের সময় পরলোক প্রাপ্ত হইয়াছেন ইনি নানা দেশ ভ্ৰমণ করিয়া বৰ্ম্ম প্রভৃতি নানা