পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে সেকালের কথা । سيرو 8 বিদ্যোপার্জন করিয়াছিলেন এবং তাহার বিদ্যার খ্যাতি অসাধারণত্বরূপে বহু দেশ ব্যাপিনী ছিল । এবং ইনি স্বপিতৃ শ্ৰীযুত উলাম কেরি সাহেবের কৰ্ম্মের অনেক সাহায্য করিতেন ও নানা প্রকার গ্রন্থ বাঙ্গালা ভাষাতে তর্জমা করিতেন সংপ্রতি তাহার অবর্তমানেতে এই সকল কর্মের ক্ষতি হইল। ইংরাজী ও বাঙ্গল ডেকসিয়ানার যাহ। শ্ৰীযুত বাৰু রামকমল সেন ও ফিলিক্স কেরি সাহেব উভয়ে করিতেছিলেন । বৰ্ম্ম অক্ষরে পালি সংস্কৃত ব্যাকরণ ও তাহার বদলি । কলিকাতার স্কুলবুক সোসমিটার কারণ দিগদর্শন। শ্রীরামপুরের কালেজের কারণ রসায়ন বিদ্যা । আপনি করিতেছিলেন বিদ্যাহারাবলি অর্থাৎ ব্যবচ্ছেদ বিদ্যা । স্মৃতি নামে এক পুস্তক ইংরাজীহইতে বাঙ্গাল করিতেছিলেন। যাত্রাগ্রসরণ নামে এক পুস্তক সমাপ্ত করিয়াছেন । ব্রিটন নামে এক পুস্তক সমাপ্ত করিয়াছেন। আর কএক রকম ভাষাতে বাইবেলের পুরুপ পড়িতেন ইহার পরলোক হওয়াতে অনেকে খেদিত হইয়াছে ইনি অতিশয় বিদ্বনি ও পরোপী ও পরদুঃখে কাতর ও শরণাগত প্রতিপালক ও আতি বড় আলাপী ছিলেন । ( ১৪ ডিসেম্বর ১৮২২ ৷ ৩০ আগ্রহায়ণ ১২২৯ ) সহমরণ ॥—জিল যশোহরের অন্তঃপাতী শাভৈর পরগণার উজীরপুরের পরমানন্দ তর্কপঞ্চানন ভট্টাচাৰ্য্য পৌরাণিকত্ত্বরূপে মহাখ্যাত ছিলেন গত ভাদ্র মাসে অনুমান চত্বারিংশদ্বর্ষ বয়ঃসময়ে তাহার পরলোক গমন হুইল তাহাতে র্তাহার জায় সহগামিনী হইয়াছেন । এবং কতক দিবস হইল ঐ জিলার মধ্যবৰ্ত্তি শত্রুজিৎপুর গ্রামে অনেক শাঙ্গে বিদ্যাবান রামদুলাল ন্যায়বাচস্পতি ভট্টাচার্যের অনুমান পঞ্চসপ্ততি বৎসর বয়ঃক্রমে লোকান্তরপ্রাপ্তি হইয়াছে তৎপত্নী তৎসহমৃতা হইয়াছেন । ( ১৫ মার্চ ১৮২৩ । ৩ চৈত্র ১২২৯ ) মরণ –৭ মার্চ শুক্রবার বৈকালে দুই প্রহর প{চ ঘণ্টার সময়ে শ্রীরামপুরের মিশনহোঁসে পাদরি উলিয়ম ওয়াদ সাহেব চেয়ান্নবৎসরবয়স্ক হইয় লোকাস্তরগত হইয়াছেন । র্তাহার মৃত্যুর ছত্রিশ ঘণ্টা পূৰ্ব্বে ওলtউঠ। রোগ হইয়াছিল । তাহাকর্তৃক বিউ অফ হিন্দু অর্থাৎ হিন্দু লোকের বিবরণ সকল ইংরাজীতে তর্জম হইয়া এক পুস্তক প্রকাশিত হইয়াছে এবং তিনি আর২ অনেক পুস্তক তর্জমা করিয়াছেন । এই খ্যাত লোক ১৭৯৯ সালের আকৃটোবর মাসে প্রথম শ্রীরামপুরে আইলেন তদবধি র্তাহার তাবৎ জীবন কাল তিনি কেবল এই প্রধান কৰ্ম্মে অর্থাৎ এ দেশে খ্ৰীষ্টীয়ানের মত প্রকাশের চেষ্টাতে ব্যগ্র ছিলেন। তিনি পরিশ্রমেতে ও পুস্তক রচনা করাতে ইউরোপে ও আমেরিকাতে এবং হিন্দুস্থানে খ্যাত ছিলেন এই সময় তাহার গুণ অধিক বর্ণন করাতে কিছু লাভ নাই কিন্তু তিনি আপনার তাবৎ কৰ্ত্তব্য কৰ্ম্ম এমত সুন্দর রূপে সিদ্ধ করিলেন ষে তাহাতে তিনি সৰ্ব্বত্র প্রশংসনীয় ছিলেন। এই জ্ঞাত হওয়া যথেষ্ট যে তিনি অতিমুশীল লোক ছিলেন এবং রিফ্লেক্সিয়ান্স আন দি ওয়ার্ড অফ গান্ড অর্থাৎ ঈশ্বরের বাক্যেতে