পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●* মংলাদে সত্রে মেনকালের কথা করিয়া দূরে নিক্ষেপ করেন তাহার ব্যস্ততা দেখিয় নিকটস্থ লোকেরা জিজ্ঞাসা করিলে কহেন যে বাহাত্তরে বেটারদিগের অন্য কোন কৰ্ম্ম নাই যে গ্রন্থ করিয়াছে ইহা পড়া ভাল নহে যেহেতুক না জানিয়া কৰ্ম্ম করা ভাল জানিয়া করিলে দোষ হয় অতএব এ গ্রন্থ ভাল মাহুষে পড়ে না । অতএব অন্য গ্রন্থ করণের কি আবশ্বক যে সকল প্রাচীন গ্রন্থ আছে সে সকলেরি এইরূপ দুর্দশা হইতেছে। শ্ৰীযথার্থবাদিনঃ সাং নিশ্চিন্তপুর। ( ৫ জুলাই ১৮২৮ । ২৩ আষাঢ় ১২৩৫ ) এই মহারাজধানী কলিকাতা নগরী মধ্যে বহুবিধ সমাচারপত্র প্রচারপ্রযুক্ত স্বদেশীয় বা বিদেশীয় তাবৎ লোকের পরমোপকার হইবার সম্ভাবন হইয়াছে যেহেতুক ধনি লোক অত্যন্ত্র ব্যয়দ্বারা প্রতিসপ্তাহে নানা সম্বাদাবগত হইয় বিজ্ঞতাপ্রাপ্ত হইতে পারেন যদ্যপি অন্য লোক মূল্য প্রদানদ্বারা পত্র গ্রহণের পাত্র হইতে না পারেন তথাপি পত্রগ্রাহক ধনিরদের আশ্রয়েতে প্রায় প্রতিসপ্তাহে তত্তং পত্রার্থবিগত হইয়৷ বিবিধ বৃত্তান্ত বিজ্ঞ হওয়াতে র্তাহারদের অসভ্যতা ও অজ্ঞান লোপপূৰ্ব্বক সভ্যতা ও জ্ঞানোদয় হইতে পারে এবং ইহাতে বাঙ্গলা লেখা পড়ার ধারা যাহা এতদ্দেশে পূৰ্ব্বে প্রায় ছিল না তাহাতেও সকলের মনঃপ্রবেশ হইবার বিষয়। এবং ভাষাতে শব্দ শ্লেষ ও বর্ণবিন্যাস ও বর্ণনুপ্রাস ও রূপকালঙ্কারাদি জ্ঞান জন্মিতে পারে এবং সতত বিষয় ব্যাপৃত লোকেরদের ক্ষণেক আলস্য ত্যাগেরও এই এক উত্তম পথ । ইত্যাদি নানাপ্রকার এই সমাচারপত্র দ্বারা লোকের মহোপকার হইবার সম্ভাবনা বটে। কিন্তু তত্তৎপত্রপ্রকাশকেরদের কিঞ্চিৎ মনোযোগের অভাবে বিপরীত ফল সম্পত্তি হইতেছে। তদ্বিবরণ বিজ্ঞ মহাশয়ের যে২ পত্র প্রকাশ করিয়া থাকেন তাহাতে বর্ণ ভেদে কর্ণ ভেদ করে এবং পদাদি বিচ্ছেদ বিচ্ছেদ প্রাপ্ত এবং ছাপা দোষ ছাপ রহে না ও ষত্বণত্বের তত্ত্বও পাওয়া ভার অথচ সংস্কৃতানভিজ্ঞ বিষয়ি লোকের তত্তং পত্র অতিপবিত্র বোধ করিয়া নিজ২ বালকেরদিগকে তদনুসারে লেখা পড়া শিক্ষা করিতে শিক্ষা দেন এবং আপনারাও তদনুসারে অভ্যাস করেন । আরো শুদ্ধাশুদ্ধ বিষয়ে পরস্পর বিবাদ উপস্থিত হইলে সেই২ পত্র প্রমাণত্বে উপন্যস্ত করেন অতএব এই মহোপকারক সমাচারপত্র সদোষ হইলে তৎপত্রদুষ্টে শিক্ষিত লোকেরদের কুসংস্কার যুগ সহস্ৰেতেও লুপ্ত হইতে পারে না স্থতরাং হিতে বিপরীত ফলোৎপত্তির সম্ভাবনা হইয়াছে । অতএব বিনয়পূর্বক আমার এই নিবেদন যে সমাচারপত্রসম্পাদক মহাশয়ের কিঞ্চিৎ ব্যয়পূৰ্ব্বক সংস্কৃতাভিজ্ঞ দিগদশি লোকদ্বারা নিজ২ পত্র সংশোধিত করিয়া প্রকাশ করেন তাহ হইলে পূৰ্ব্বোক্ত তাবদুপকার সম্পাদন হইতে পারে যেহেতুক শুদ্ধ বর্ণদ্বারা নীচবর্ণও লব্ধবৰ্ণ হয় এবং বর্ণ সংস্কারব্যতিরেকে স্ববর্ণেরও বর্ণমালিন্ত হয় । এবং অনেক মহামহিম লোক কিঞ্চিং লাভের নিমিত্ত নূতন ও পুরাতন পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া বিক্রয়দ্বারা স্বার্থসিদ্ধ করিতেছেন কিন্তু পূৰ্ব্বোক্ত দোষপ্রযুক্ত সে অনেকের মুখতার