পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ : a ( ) চাকরের কিছু উপকার হইবে না। চাকর কহিল যে সে কি। কুটুম্ব উত্তর করিল দানপত্রে লেথ। আছে যে যে ভূত্য আমার মৃত্যুকালে আমার উভয় চক্ষু মুদিবে তাহাকে আমি আপন টাকা ও তালুক দিলাম কিন্তু সে বৃদ্ধ কৃপণ কান ছিল অত এব তাহার এই দানপত্র অসিদ্ধ । অভাগ ভূত্য তাহাতে এক উকীলের নিকটে গমন করিল উকীল তাহণকে কহিলেন যে এই বিষয় আদালতে উপস্থিত হইলে তোমার কৃতার্থ হওনের অধিক ভরসা হয় ইহাতে এক মোকদ্দমা উপস্থিত করা গেল । এবণ২ জজসাহেবের এই হুকুম করিলেন যে বাক্যের স্বাভাবিক ও অবক্র অর্থের দ্বারা দানকারকের অভিপ্রায় নিশ্চয় করি তে হইবে। তিনি যে আপনার শেষ ক্রিয়াতে কিছু প্রতারণা করিতে কল্পনা করিয়াছিলেন ইহা অতি অসম্ভব এব^ যে যে ভূত-মৃত্যুকালপর্য্যন্ত বিশ্বস্তু তারূপে তাহার নিকটে থাকিবে সে টাকা ও তা লুক পাইবে ইহা যুক্তিসিদ্ধ ও ব্যবস্থাসিদ্ধ হয় এইহেতুক তাহারা ভূতাকে সমৃত্তি দেওয়াইতে হুকুম করিলেন । কিন্তু কুটুম্বের পারিস নগ রের পালিমেণ্টে সেই মোকদ্দমার আপীল করিল কিন্তু সেখানেও আদালতের হুকুম সাব্যস্ত