পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I SS $ ) ৪৭ অাগ্রিপ রাজা । যখন আগ্রিপ রাজা সামান্য লোকের অবস্থায় ছিলেন তখন তাহার এক ভূত্য তাহার নামে এই অভিযোগ করিল যে তিনি রোমাণ বাদশাহ তিবিরিয়সের প্রতিকূলে হি^সুক কথা কহিয়া ছিলেন । বাদশাহ তাহাকে শৃঙ্খলে বদ্ধ করি য়। রাজদ্বারের সম্মুখে রাথিতে আজ্ঞা করি লেন । সে কাল অতিগ্রীষু ছিল এব^ আগ্রিপ অতিশয় তৃষাৰ্ত্ত হইলেন । কালিগুলার একজন ভৃত্যকে জলপাত্র লইয়া গমনকরত দেখিয়া তিনি তাহাকে ডাকিলেন ও কিঞ্চিৎ জল প্রার্থনা করিলেন । ভূত্য অতিশয় সদাচারপূৰ্ব্বক আপন জলপাত্র তাহাকে দিল। আগ্রিপ অাপন তৃষ্ণ। নিবৃত্তি করিয়া তাহাকে কহিলেন যে যদি আমি এই বন্ধনহইতে মুক্ত হই তবে এই জলপাত্র অ্য মি কদাচ বিস্মৃত হইব না। তিৰিরিয়স মরিলে তাহার পদপ্রাপ্ত কালিগুলা কিযুৎকালানন্তর আi গ্রিপাকে মুক্ত করিয়া তাহাকে য়িহুদী দেশের রাজা করিলেন। অগ্নিপ এইরূপ উচ্চ পদপ্রাপ্ত হইলে বন্দিত্বাবস্থায় তাহাকে যে এক পাত্র জল দেওয়া গিয়াছিল তাহ বিস্মৃত না হইয়। সেই ভূতাকে আহ্বানপূর্বক আপন ঘরের তাবৎ ক র্মের কর্তা করিয়া দিলেন। J2