পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ( ) সেই করাগারের নিকটে মাতৃভক্তিসূচক এক ম ন্দির স্থাপিত হইবে । ৪১ বাজাজেট । মহানামে খ্যাত যে তৈমুরবেগ তিনি তুরুকীয় বাদশাহ বাজাজেটের সঙ্গে যুদ্ধ করিয়া তাহণ কে পরাস্ত করিয়া ধরিলেন। জয়ি ব্যক্তি পৃত রাজার সঙ্গে প্রথমতঃ শিষ্টাচারপূৰ্ব্বক ব্যবহার করিলেন এবণ২ তাহার সহিত কথোপকথন আরম্ভ করিয়া ইহা জিজ্ঞাসা করিলেন হে রাজন অামা কে সত্য কহ আমি যদি তোমার হস্তগত হই তাম তৰে তুমি আমাকে লইয়া কি করিত। বাজ৷ জেট অতিশয় অহঙ্কারী ও নিষ্ঠুরমনঃ ছিলেন অতএব তিনি এই প্রত্যুত্তর করিলেন যে যদি দে বতার। অামাকে জয়ী করিতেন তবে অামি তো মাকে একটা লৌহময় পিঞ্জরে বদ্ধ করিয়া সকল লোকের হাস্যদর্শনীথে অামি তোমাকে সঙ্গে করিয়া সৰ্ব্বত্র লইয়া যাইতাম। তৈমুরবেগ অ তিশয় রাগান্ধ হইয়। এই উত্তর করিলেন যে হে অহঙ্কারি ভূমি আমার উপরে যেরূপ ব্যব হার করিত। আমি তোমার প্রতি এখন সেইরূপ ব্যবহার করিব । অপর আতিশয় শক্ত লৌহময় পিঞ্জর প্রস্তুত করিয়া পতিত রাজাকে তন্মধ্যে পু বিষ্ট করাইলেন এব°২ তাহাকে এইরূপে বন্য