পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ కి C G ] কেৰল ছয় টাকা | এক সময়ে তাহারদের অতি বিশ্বস্ততার কার্য আমি অবগত হইলাম। মাদু জহইতে দেড় শত ক্রোশান্তরে পালকির মধ্যে এক জন সেনাপতি মরিলেন পালকিতে র্তা হার ত্রিশ হাজার টাকা ছিল । সেই সুশীল বেহারারা আপনারদিগের প্রতি কিছু সন্দেহ না হয় এ জন্যে ঐ সাহেবের শব লবণাক্ত করিয়া রাথিল পরে তাহ1 দেড় শত ক্রোশান্তর মাদুজে আনিয়া টোন মেজর সাহেবের দপ্তরখা নায় রাথিল এবপ২ তাহার সঙ্গে যে সকল টাকা ছিল তাহা তোড়াবন্দি ও মোহর করিয়া আনি ফ্লা দিল । ৬৪ কার্ডিনাল জিমিনিস । পৃথিবীতে সুশীল ও বিজ্ঞ রাজমন্ত্রিরদের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ কার্ডিনাল জিমিনিস পঞ্চম চালেসর নাৰা লকৗ কালে স্লাইনদেশের রাজার প্রতিনিধি ছি লেন । অন্যান্য মন্ত্রির বিষয়ে যাহা না কহ। যায় তাহা তাহার বিষয়ে কহা যায় তিনি আপনার ব^শের কোন এক জনকে সম্ভূমবিশিষ্ট পদে নিযুক্ত করেন নাই । তিনি আত্মকুটুম্বেরদের তাহারদিগকে নীচাবস্থাহইতে উদ্ধার করেন নাই ৷ এক সময়ে তিনি নিজগ্রামে গমন করিতে