পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬৫ ] সাকোর উপরে আগমন করিল তেমন তিনি তা হারদের প্রতি মুখ ফিরাইয় আপনি একাকী বাহুবলে তাবৎ বিপক্ষেরদের সেই পথ রুদ্ধ ক রিলেন । তিনি অনুপম নিপুণ ও সাহসিক যুদ্ধ করিয়া বিপক্ষেরদের মধ্যের অনেককে খুন করিয়া,আপ ন পদতলে নিক্ষিপ্ত করিলেন অনেককেও অণঘা তৗ করিলেন । ইতিমধ্যে র্তাহার সহযোদ্ধারণ সেই কাষ্ঠের সাকে তাহার পশ্চাৎদিগে কাটি তে লাগিল এব০২ যে পর্যন্ত তিনি দেখিলেন যে র্তাহার পশ্চাৎ সাকো নষ্ট না হইয়াছে সেই পৰ্য্যন্ত তিনি অনবরত যুদ্ধ করিয়া পরে ঐ টৈবর নদীতে অস্ত্রসমেত লমফ দিয়া সন্তরণের দ্বারা নি বিঘ্নে কিনারা পাইলেন কেবল তাহার জড়াতে এক আঘাত লাগিয়াছিল । এই স্বদেশ হিতৈষি ওবায়ের নাম হরেসিয়াস কক্লিস। স°১ঞম ভগ্ন হ ওয়াতে বিপক্ষেরণ নগরে প্রবেশ করিতে পারিল না রোমাণেরদের অধ্যক্ষ তাহার এই কর্মের কৃ তজ্ঞতা স্বীকারসূচক এই প্রসঙ্গ রোমাণেরদের নি কটে করিলেন যে নগরস্থ সকলেই এক ২ দিন ক রিয়া তাহাকে আহার দেন এবপ২ তিনি আলপন লাঙ্গলের দ্বারা যত ভূমি এক দিবসে বেষ্টন করি তে পারেন তত ভূমি তিনি সরকারহইতে পান।