পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

L ৬ ৫ ] সনভ্রষ্ট হইলেন ও রাজ উলিয়ম তাহাতে উপৰিষ্ট হইলেন । এই পরিবর্তনানন্তর যখন রাজসমাজকর্তৃক উলিয়ম বাদশাহ রাজার ন্যায় স্বীকৃত হইলেন তখন সুতরা-১ তাড়িত রাজার সঙ্গে লিখনপঠন করণ রাজবিদ্রোহ অপরাধের ন্যায় গণ্য হইল । রাজ্যভুষ্ট জেমসের অতি আত্মীয় এক জন মন্ত্রী তাহার সঙ্গে লিখন পঠন করণে ধৃত হইলেন । এই অপরাধে তিনি রাজ ব্যবস্থানুসারে প্রাণদণ্ডের যোগ্য হইলৈন বটে কিন্তু উলিয়ম ইহা বঝিলেন যে তাহাকে বিন ষ্টকরাঅপেক্ষ তাহাকে আপন মিত্র করা পর মর্শ সিদ্ধ। অতএব তিনি সেই কুলীনকে আ পন নিকটে আহ্বান করিয়া তাহার সে চিী তাহাকে দেথাইলেন এব০২ তাহার প্রাচীন ম নিবের সঙ্গে যে বিশ্বস্তুত করিয়াছিলেন ইহাতে তাহার প্রশ^সা করিয়া কহিলেন যে ভূমি যে আ৷ মার মিত্র হও ইহা আমার অতিশয় বাঞ্ছা । ইহা কহিয়া তিনি সেই চিষ্ঠী অগ্নিতে নিক্ষেপ করিলেন এব" এই ক্রিয়াদ্বারা সেই কুলীনকে সকল ভয় হইতে মুক্ত করিলেন যেহেতুক সেই চিষ্ঠীব্যতি রিক্ত তাহার অপরাধের অন্য কিছু প্রমাণ ছিল না । কুলীন নতন রাজার এই মহাপুরুষত্ব দেখি য়া আহলাদিত হইয় তাহার সকল চাকরেরদের মধ্যে অতিবিশ্বস্তু এক চাকর হইলেন । F 3