পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ bed ) পালনকরণ আমার অসাধ্য সে প্রভূত্তর করিয়া কহিল যাহা হউক কিন্তু তোমার সেবাকরত অণ মি মৃত্যুপৰ্য্যন্ত থাকিব । তাহার মনিৰ কছিলেন যে আমি নিতান্ত যোত্রহীন। অামার যাহা ছিল তাহা বেচিয়াকিনিয়। থাইয়াছি এবপ২ আমার আপন ভরণপোষণার্থে এখন চাকরীর চেষ্ট। করিতে হইবে । কিন্তু তাহার চাকর বিশ বৎসর পৰ্য্যন্ত যে কিছু সঞ্চয় করিয়াছিল তাহ সমুদয় ঐ স্থামিনীর নিকটে আনিয়া দিয়া প্রতিজ্ঞ করিয়া কহিল যে কদাচ তোমাকে পরিত্যাগ ক রিব না পরে দৈনিক চারি পয়সা বেতনে এক জন কাসারির সেবা করিতে লাগিল । প্রতিদিন বৈকালে আপন স্বামিনীকে আপন সেই মাহি য়ানা আনিয়া দিয়া এইরূপে চারি বৎসরপর্য্যন্ত তাহার প্রতিপালন করিল। ৩৬ অত্যাশ্চর্য্য বিশ্বস্ততা । ই^গ্রণ্ডের যে দ্বিতীয় জেমস রাজা সি°২হাসন ট্যুত হইয়াছিলেন তাহার এক সন্তান ১ ৭৪৫ সালে আপন পৈতৃক সিংহাসন পুনঃপ্রাপ্তির উ দ্যোগ করিলেন । কিন্তু যুদ্ধে পরাজিত হইলে ইন্৯ গণ্ডদেশের বাদশাহ এইমত ঘোষণা করাইলেন যদ্যপি কেহ তাহাকে ধরিয়া আমার হস্তুে সম পর্ণ করে তৰে সে তিন লক্ষ টাকা পারিতোষিক পাইৰে জেমসের ঐ জুন দুই জন ডাকাইতের