পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

لا جسي ] অণমেরিক দেশ দর্শন করিয়া অাপন রাজার আ ধিকারের মধ্যে এক নূতন পৃথিবী স~যুক্ত করি লেন তখন সেই বাদশাহের নিকটহইতে পারি তোষিক না পাইয়। বর°১ তাহার হকুমে শৃঙ্খলে বদ্ধ হইয়। তিনি স্বদেশে আনীত হইলেন । জা হাজপতি তাহার আচার ও প্রতাপ জানিয়ন শৃঙ্খল মুক্ত করিতে এবণ সমুদুপথে তাহার গমন সহজ করিতে প্রসঙ্গ করিলেন কিন্তু কলম্বস তাহাতে এই উত্তর করিলেন যে তোমার এই সদাশয়ের বিষয়ে আমি অতিশয় কৃতজ্ঞ হইলাম কিন্তু তাহা গ্রহণে অক্ষম। যে রাজাকে আমি আ৷ পনার ঈশ্বরের ন্যায় বিশ্বস্ততারূপে সেৰা করি য়াছি সেই রাজা পারিতোষিক ও সম্বুমের উপ লক্ষে আমাকে এই শৃঙ্খল দিয়াছেন অতএব এই সন্তুমসূচক চিহ্ন আপন মৃত্যুপৰ্য্যন্ত রাথিব। ৩১ চাকরের বিশ্বস্ততা । পারসাদেশের এক ব্যবস্থাতে ইহা লিথিত আ৷ ছে যে বাদশাহ ইচ্ছা করিলে প্রজার অন্তঃপুরে যাইতে পারেন । ঐ দেশের শাহ আশৰাসনামক এক রাজা অাপন মিত্রের নিকেতনে মত্ত হইয়া তাহার অন্তঃপুরে যাইতে উদ্যোগ করিলেন কিন্তু দ্বারপাল তাহাকে এইরূপ উত্তর করিয়া স্থগিত করিল যে অামি যত কাল এই দ্বার রক্ষা করি তত কাল আমার প্রভূভিন্ন অন্য কেহ এ অন্তঃ H3