পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুধর্মের পরীক্ষা। [৩ খণ্ডের میbج মরে, কিম্বা প্রয়াগে যাইয়া গঙ্গা ও যমুনার সংযোগ স্থানে জলমগ্ন হইয়া মরে, তবে তাহারা পাপের ক্ষমা প্রাপ্ত হইয়া স্বৰ্গলাভ করিবে । কিন্তু এমত ক্টোগিরা নিৰ্ব্বাণ অর্থাৎ পরম মুক্তি পাইতে পারে না । এই পরম মঙ্গল প্রাপ্ত্যর্থে সৰ্ব্বাংশে সিদ্ধ এবং দোষরহিত শরীরের আবশ্যক করে । ভৰিষ্যপুরাণে লিখে, কৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠী ছিল ; কিন্তু তাহার পিতা যে তাছাকে আরোগ্য করিলেন এমত কথা লেখা নাই। ৮। শাক্তানন্দ তরঙ্গিণী গ্রন্থে লিখে; শিবের নৈবেদ্য ভক্ষণে পাপ দূর হয়, যথা: রোগ হরতি নিৰ্ম্মাল্য° শোকন্তু চরণোদক । অশেষ পাতক হন্তি শম্ভোনৈৱেদ্য ভক্ষণণ ॥ অর্থাৎ “ মহাদেবের নিৰ্ম্মাল্য রোগকে হরণ করে, র্তাহার পাদোদক শোক নাশ করে, এব° তাহার নৈবেদ্য ভক্ষণ করিলে সকল রোগের বিনাশ হয় ।” ৯। কুলার্ণবে এক অতিশয় লজ্জাজনক বিষয় লেখা আছে, যথা ; - অন্তর্যাগণ শশ্বদভজতা^ অন্তে মোক্ষঃ স্ত্রীসঙ্গাচ্চ। হি৭ল ধৰ্ম্মঃ পান" সুকৃত৭ গুপ্তে মুক্তঃ প্লগটো ভুষ্টঃ ॥ অর্থাৎ “যাহারণ সৰ্ব্বদ ব্ৰহ্ম উপাসন করে, তাহারা মৈথুনম্বারা অবশেষে পরিত্রাণ পায়। তাহাদের পক্ষে