পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই নতাৰূপ বিচ্ছেদ বস্ত্রদ্বারা সেই ঐশ্বরীয় জ্যোতি আচ্ছাদিত হইলে তাহারা নিজকৃত বা পৈতৃক প্রদীপকে স্থৰ্য্য জ্ঞান করত মৃত্যু কাল পর্য্যন্ত ঘোর অন্ধকারে ভ্রমণ করিয়া আসুিতেছে। আহা কী বিলুপনীয় অজ্ঞানতা। দেখ দেখি, সহস্র ২ প্রদীপের আলো কি কখনো সুৰ্য্যের এক কিরণের সমতুল্য হইতে পারে? অথবা অগ্নির ফুলিঙ্গমাত্র কি মশালের ন্যায় দীপ্তি প্রদান করিতে পারে? তবে যে তেজোময় স্তুৰ্য্যের যৎকিঞ্চিৎ কিরণ মাত্রেই সমুদয় জগৎ প্রকাশিত হয়, তাহারই জাভাতে ঈষদুজ্জল প্রদীপের শিখা কীৰূপে দেদীপ্যমান হইবে ? অতএব স্ব ২ পরিত্রাণাকাক্ষি প্রত্যেক ব্যক্তির সত্য জীপ্তিৰূপ ধৰ্ম্ম নির্ণয় করা আবশ্যক; অর্থাৎ কোন ধৰ্ম্ম সত্য কোনটা বা মিথ্য, ইহা সকলেরই জান, কৰ্ত্তব্য । ফলতঃ প্রত্যেক ব্যক্তি যেমন সুৰ্য্যের জ্যোভিহইতে গ্ৰদীপের আলোকে বিশেষ করিতে পারে, তদ্রুপ যৎকিঞ্চিৎ জ্ঞান ও বুদ্ধিবিশিষ্ট ব্যক্তিরা প্রকৃত লক্ষণদ্বারা পরীক্ষা করিলে সত্য ও মিথ্য ধর্মের মীমাংসা অনায়াসে করিতে সমর্থ হইবেন । sna sammassessass="sons*