পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o S হিন্দুধর্মের পরীক্ষা। [৩ খণ্ডের কৃষ্ণ কলিযুগের আরম্ভেতে ছিলেন, যেমত লেখা আছে, যথা ; গতেষু শটুসু সদ্ধে অধিকেষুচ ভূতলে। কলেী গতেযু বর্ণনামভবন কুরু পাণ্ডবাঃ ॥ অর্থাৎ “যখন কলিকালের ১৫০ বৎসরের কিছু অধিক গত হইয়াছিল, তথ কুরু পাণ্ডবের উদ্ভব হইল।” তথাপি তিনি আর তাহার কুটুম্ব, আর দ্বারক নিবাসি সকলে স্বচ্ছন্দে মদ্য পান করিতেন ; বিশেষতঃ, যে দিবসে তাহার ঝকড়া করিয়া পরস্পর যুদ্ধ করত মারলেন, সে দিবসে সকলেই মাতাল ছিলেন । মনুশাস্ত্রে লেখে, ভক্ষ্যযোগ্য জীব আর তদ্ভক্ষক, এ উভয়কেই ব্ৰহ্মা উৎপন্ন করিয়াছেন ; এই নিমিত্তে শাস্ত্রানুসারে মাংসাদি খাইলে কোন দোষ নাই। বিশেষতঃ ; 'দেৱান পিতৃ৭শাচয়িত্ব খাদন মাণসহ ন দূষ্যতি । ন ভক্ষয়ে দেকচরানজ্ঞতা^শ্চ মৃগদ্বিজান ॥ অর্থাৎ “দেবতা ও পিতৃ লোকদের অচ্চনা করিয়া মা^স থাইলে দোষ হয় না; কিন্তু এক খুর বিশিষ্ট আর অজনিত পশু পক্ষিকে ভক্ষণ, করিবে না।” ঐ শাস্ত্রের অন্য এক স্থানে লেখা আছে, যথা; ন মালভক্ষণে দোষে ন মদ্যে নচ মৈথুনে।