পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o 8 হিন্দুধর্মের পরীক্ষা। ৩ি খণ্ডের উদ্দেশে সাড়কে উৎসর্গ করা যাইত । পুনশ্চ রামায়ণে লেখা আছে, যে বশিষ্ট মুনি মাংস ও মদ্য প্রভৃতি নানা প্রকার দ্রব্য আয়োজন করিয়া বিশ্বামিত্রকে সেনাগণের সহিত ভোজন করাইলেন ; এই প্রকারে ভরদ্বাজ মুনিও সেনাগণ সুদ্ধ ভরতকে মাংসাদি খাওয়াইলেন । আর রামও তদ্রুপ মাংস খাইয়াছিলেন, এই কথা রামায়ণের আদিকাণ্ডে আর অযোধ্যাকাণ্ডে লিখিত আছে । এক সময়ে বিশ্বামিত্রের যজ্ঞে ব্রাহ্মণেরা দশ সহস্র গোরু ভক্ষণ করিয়াছিল * । আধুনিক ব্ৰাহ্মণের যদি উক্ত শাস্ত্রের প্রমাণানুসারে সেই প্রাচীন রাজা ও ঋষিগর্ণের ন্যায় এখন গোরুর মাংস *াইত, আর মদ্য পান করিত, তবে তাছাদের ASA SSASAS SSAS SSAS SSAS MMM AAAA AAAA SAAAAA AAAAS AAASASASS - - - -

  • মৎস্য পুরাণে এই কথা লেখা আছে : “একবার ঋষিগণ সুখকে জিজ্ঞাসা করিলেন, কৌশিকীর পুত্রেরা কী প্রকারে পরম গতি প্রাপ্ত হইল ? সুত উত্তর করিলেন ; কৌশিকীর সাত জন পুত্র জন্মিয়াছিল, তাহার মরণান্থে বড় আকাল হইলে তাহাঁদের নিকটে কিছু খাদ্য দুব্য না থাকাতে, তাহারা গগ মুনির নিকট গেল । তিনি তা হাদিগকে আপন গোরু চরাইবার কারণ বনে পাঠাইয়া দিলেন। ঐ সপ্ত ভাত বনে গিয়া অভ্যন্ত ক্ষুধায় কাতর হইল, তাহাড়ে তাহার ঋষির গোরুকে মারিয়া দেব ও পিতৃ লোকদের উদ্দেশে উৎসর্গ করিয়া আপনারা খাইয়া ফেলিল । পরে সন্ধ্যাকালে তাহার। গর্গের আশ্রমে আসিয়া তাহাকে কহিল, আপনকার গোরুকে বন্য পশুতে বধ করিয়া খাইয়াছে। এই পূণ্যার্থে কৌশিকীর পৃত্তের পরম গতি প্রাপ্ত হইল।”