পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] শাস্তু লিখিত ভবিষ্যদ্বাক্য । * Y a ২ অধ্যায়। ভবিষ্যদ্বাক্যের বিষয় । হিন্দুরা কহে, যে আমাদের শাস্ত্রে ভবিষ্যদ্বাক্য আছে ; যথা, রামের জন্মের ভূ,০০০ ৰৎসর পূৰ্ব্বে রামায়ণ রচিত হইয়াছিল। কিন্তু ইঙ্গ প্রমাণ সিদ্ধ হইতে পারে না, কারণ তাহার লেখক বাল্মীকি মুনি রামের সমকালীন ছিলেন । পুনশ্চ ভগবদগীতার মধ্যে লেখা আছে, যথা: প্রাপ্তে কলিযুগে ঘোরে নরাঃ পুণ্যবিবৰ্জ্জিতাঃ। দুরাচাররতীঃ সৰ্ব্বে সত্যবান্ত৷ পরায়ুথাঃ । অর্থাৎ “ ঘোর কলিযুগ প্রাপ্ত হইলে মনুমোরা পুণ্যরহিত হইবে, আর কুকৰ্ম্মে আসক্ত হইয়া সত্য উপদেশ বিষয়ে বিমুখ হইবে।” এই ৰূপ শাস্ত্রীয় প্রমাণানুসারে হিন্দুরা সচরাচর কহে, যে কলিতে জগতের মধ্যে অনেক বিপর্য্যয় হইবে ; তাহাতে লোক সকল অধৰ্ম্মে রত হইলে তাহদের মক্কাছঃখ ও ক্লেশ ঘটিৰে; পরে এক জন কুমারীর উদরে কলকী অবতার হইলে সত্য যুগ পুনরুদ্ধার হইবে।