পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°&& হিন্দুধর্মের পরীক্ষা। [৫ খণ্ডের “ যে জন যাবজ্জীবন নিয়ত ধৰ্ম্মকৰ্ম্ম করে, সে যদি ইচ্ছা করে, তবে এক শত বৎসর পূৰ্য্যন্ত বাচিতে পারে ।” যজুর্বেদ সত্য যুগের অনেক কাল পূৰ্ব্বে ছিল, ইহা হিন্দুরা বিশ্বাস করে ; অতএব যদি সে সময়ের মনুষ্যেরা এক লক্ষ বৎসর বাচিত, তবে এক শত বৎসরকে দীর্ঘায়ু কেন জ্ঞান করিবে? ২। কথিত আছে, সপ্তম মনু সত্যব্ৰত সমুদায় সত্য যুগ ব্যাপিয়া অর্থাৎ ১৭২৮০০০ বৎসর রাজত্ব করিয়াছিল; জাহার পর ঐরামের সময় পৰ্য্যন্ত স্বৰ্য্য বংশের পঞ্চান্ন জন রাজত্ব করে। এখন সকলে স্বীকার করে যে ত্রেভাযুগের শেষে রামচন্দ্র * অযোধ্যার সিংহাসনোপবিষ্ট হইয়াছিলেন । এই পঞ্চান্ন রাজপুরুষগণ ১২৯৬০০০ বৎসর পর্য্যন্ত রাজত্ব করিয়াছিল, তাহাতে প্রত্যেকের রাজত্ব ২৩০০০ বৎসরের কিছু অধিক হইবে । তৎপরে অর্থাৎ দ্বাপরযুগে, ৮৬৪০০০ বৎসরের মধ্যে ২৯ জন রাজত্ব করে ; তাহারা প্রত্যেক জন ২৯৭৯৩ বৎসর-রাজত্ব করিল। বর্তমান অর্থাৎ কলিযুগের আরম্ভাবছি স্বৰ্য বংশের ধংস হওন পৰ্যন্ত ১০০০ _ঙ্ক রক্ষলেম্বে, রামকমলন বৎসর পৃথিবীতে ছিলেন, তন্মধ্যে ১• • • • বৎসর অযোধ্যায় রাজজ্ঞ করিলেন। কিন্তু বেদ ও মনু শাস্ত্রে একথা খণ্ডন করে ।