পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়।] সত্য যুগেও পাপ ছিল। ? R. (* ছিলেন, কেননা তিনি তাহাদের সমুদয় বৃত্তান্তু মহাভারতের মধ্যে লিখিয়াছেন। ৫ । সচরাচর কথিত আছে, সত্যযুগে কোন পাপ ছিল না। ফলতঃ মনুর স্মৃতি, সেই যুগে ছিল, যথা; অব্দানা দশক সহস্ৰ দশক যাতঙ্ক সত্যে যুগে। ভাৱে মাসি কৃতা ময়াহি মনুন বুযুজিয়া পূর্ণিমা" ॥ অর্থাৎ “ সত্যযুগের ১০-১৭ বৎসর গত হইলে, আমি মনু ব্ৰহ্মার আজ্ঞাতে ভাদু মাসের পূর্ণিমায় এই শাস্ত্র সমাপ্ত করিলাম ।” * এই শাস্ত্রে স্ত্রী লোকদের অনেক পাপের বিযয় কথিত আছে, তৃজন্য তাহাদিগকে তুচ্ছ করত শক্তৰূপে শাসন করিতে আজ্ঞা হয় । বিশেষতঃ তাহাদের বেদ পাঠ বা শ্রবণ করিতে শক্তৰূপে নিষেধ আছে। মনু কছেন, “এই নিয়ম স্থিরীকৃত হইয়াছে ; যে দুষ্ট স্ত্রী লোকেরা বেদ অজ্ঞাত প্রযুক্ত পাপের ন্যায় মন্দ।” অন্য স্থলে লিখিত আছে, যথা ; বালয় বা যুবত্য বা বৃদ্ধয়া বাপি যোষিত । ন স্বাতন্ত্র্যেণ কৰ্ত্তব্য৯ কিঞ্চিৎ কাৰ্য্য৯ গৃহেযুপি । বাল্যে পিস্তুৰশে তিষ্ঠে পাণিগ্রাহস্য যৌবনে । । পুত্রাণা ভৰ্ত্তার প্রেতে ন ভবেৎ স্ত্রী স্বতন্ত্রতা ॥ অর্থাৎ “স্ত্রী জাতি শিশু, বা যুবতী, অথবা বৃদ্ধ হউক, дм 3