পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? তদুপযুক্ত যে পরিত্রাণের উপায় স্থির করিয়াছেন, সেও সৰ্ব্বত্র এবং সৰ্ব্বকালে একই হইবে । মনুষ্য সকল ভবিষ্যদ ঘটনার বিষয় অজ্ঞাত, এই প্রযুক্ত তাহাদের রীতি ও ব্যবস্থা সকলের বারম্বার বিনিময় হইয়া থাকে ; কিন্তু পরীমশ্বর সর্বজ্ঞ, অতএব তিনি সৃষ্টি কালাবধি তীরৎ মনুষ্যদের অবস্থা ও প্রয়োজনীয় শবষয়ের কারণ যে উপায় স্থির করিয়াছেন, তাহার পরিবর্তন কদাচ সম্ভব হয় না । ৫ । পরমেশ্বর সত্যময় ; সুতরাং উহার কথা সকলও সত্য, এই জন্যে তাহাদের মধ্যে এক কথা অন্য কথাকে কখন খণ্ডন করিতে পারে না। অতএব পরমেশ্বরদত্ত শাস্ত্র এক ইউক কিম্বা অনেক হউক, তথাপি সে সকলের পুরস্পর অনৈক্য ফাঁচ সম্ভবে না। আরও পরমেশ্বর সমুদয় জগতের সৃষ্টিকৰ্ত্ত প্রযুক্ত র্তাহার কৰ্ম্মের সহিত র্তাহার বাক্যের বিরুদ্ধত হইতে পারে না, বরঞ্চ উভয়ের মৈল অবশ্যই থাকিবে । - ২। পরমেশ্বর সর্বশক্তিমান: অর্থাৎ তিনি আপন ইচ্ছানুসারে কৰ্ম্ম করিতে সমর্থ হন। ৭ । পরমেশ্বর একই আছেন । * | ময়মনকি অংঙ্গা বাৰ В :