পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

る○ デ হিন্দুধর্ম পরীক্ষা। [6 शर.५द्र ছিন্থর আর২ মনুষ্যজাতিকে ঘৃণা করিতে তদ্বারা শিক্ষিত হইয়াছে ; তাহাতে যদি তাহারা দৈবাৎ কাছাকে স্পর্শ বা কাহারও সহিত কথা কহে, ভৰে তাহাদিগকে প্রায়শ্চিত্ত করিতে হয় । ৩ ৪ অধ্যায়। জাতি বিষয়ক বিচার। হিন্দুরা আপনাদের ধৰ্ম্মম্বারা অন্যান্য দেশীয় লোকদের হইতে পৃথক তাঙ্গ কেবল নয়, কিন্তু পরস্পর বিবাহাদি সম্বন্ধ করিতেও বঞ্চিত হয়, যেজেতুক তাহারা অসংখ্য ২ জাতিতে বিভক্ত হইয়াছে। ভূদেবৰূপে বিখ্যাত ব্ৰাহ্মণ অবধি সকলের অপকৃষ্ট চণ্ডাল পর্যন্ত হিন্দুগণের মধ্যে অগণনীয় জাতি, আছে; ফলতঃ খন্দ্ৰপ মনুষ্যের প্রাচীরদ্বারা প্রতিবাসির গৃহহইতে আপনাদের বাটী পৃথক করে, তেমনি হিন্দুগণ জাতিৰূপ প্রাচীরদ্বারা স্বতন্ত্রীকৃত হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শুদ্র এই চারি মূল জাতি বেদ ও শাস্ত্রের মধ্যে প্রসিদ্ধ আছে। এই ক্ষণে ঐ বর্ণ চতুষ্টয় নানা প্রকারে বিভক্ত হইয়াছে ; সে সকলের প্রভেদ