পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] জাতি কিসেন্তে থাকে ? $ 8 O এবং নারদ মুনি শুণ্ডিনীর গর্ভে জন্মিয়া তন্দ্রপে বাহ্মণ হইলেন । কথিত আছে, ব্যাসদেব এক জন শুদ্রকে ব্রাহ্মণ করিলেন। অতএব জন্মেতে ব্ৰাহ্মণ হয় না, ইহা কি সুস্পষ্ট নয় ? যদি বল, যে ব্যক্তি শুদ্ধ ব্ৰাহ্মণ পিতা মাতাইহতে জন্মে, সেই বাহ্মণ ; তব্ৰুে-শ্রীমর জিজ্ঞাসা করি, শুদ্ধ বাহ্মণ. কে o, অকলঙ্কিত ব্ৰাহ্মণ কুল কোথায় আছে ? মনু শাস্ত্রে কহে । যথা, সদ্যঃ পততি লৌহেন লাক্ষয় লবশেন চ। ত্র্যহেণ শূদ্রীভবতি ব্ৰাহ্মণঃ ক্ষীরবিক্রয়াৎ ॥ অর্থাৎ “ ব্ৰাহ্মণ লৌই ও লাক্ষা এবণ লবণ বিক্রয় করিলে তৎক্ষণাৎ পতিত হয়, আর ক্ষীর বিক্রয় করিলে তিন দিবসের মধ্যে শূদ্র হয়।” এই সকুল কথাদ্বারা সুস্পষ্ট বোধ হয়, ব্রাহ্মণুত্ব জাতিতেও থাকে না। কারণ তাহা যদি হুইত, তবে ব্রাহ্মণ অধম কৰ্ম্ম করিলেও জাতি ছারাইত না। দেখ, কোন অশ্ব অত্যন্ত দুষ্ট হইলেও সে শূকর হয় ইহা কি কেহ কখন শুনিয়াছে ? এ কথা নিতান্ত অসম্ভব । - ৩। কেহ বলে, শরীরেতে ব্ৰাহ্মণত্ব হয়, কিন্তু এ কথাও মিথ্যা ; কারণ শরীরে যদি ব্ৰাহ্মণত্ব