পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

る 8 や হিন্দুধর্ম পরীক্ষা । [৫ খণ্ডের জনকেও ব্রাহ্মণ বল না। অতএব বেদাভ্যাসদ্বারা ব্ৰাহ্মণ হয় না, ইহাও সপ্রমাণ হইল। যেমন লিখিত আছে, যথা ; ৷ - ব্ৰাহ্মণত্ব^ ন শাস্ত্রেণ ন সংস্কাৱৈ ন জাতিভিঃ। ন কুলেন ন বেদেন কৰ্ম্মণা ন ভবেত্ততঃ II অর্থাৎ “বুখি:২হ, শাস্ত্রজ্ঞান বা সশস্কার বা জাতি বা কুল বা বেদাভ্যাস্ অথবা কম্বদ্বারা হয় না।” ৮। তবে ব্রাহ্মণত্ব কিসেতে হয়? এতদুত্তরে বেদের মধ্যে লিখিত আছে, যথা; নিৰ্ম্মমো নিরহস্কারো নিঃসঙ্গে নিৰ্ধপরিগ্রহঃ । রাগদ্বেষবিনিমুক্ত স্ত^ দেব ব্রাহ্মণ^ বিদু: , অর্থাৎ "ষে ব্যক্তি মমতা শূন্য ও অহঙ্কার রহিত ও নিঃসঙ্গ এব৯ নিম্পরিগ্রহ হইয়া রাগদ্বেষাদি বিবর্জিত হয়, তাহাকেই দেবতারা ব্ৰাহ্মণ বলেন।” আর ব্রাহ্মণের এই ৎ চিত্ন শাস্ত্রেতে লিখিত আছে ; যথা. - - সত্য ব্রহ্ম তপোবুষ্ক ব্ৰহ্ম চেন্দ্রিরনিগ্রহঃ। সৰ্ব্বভূতে দয়া ব্ৰহ্ম এতদব্ৰাহ্মণ লক্ষণ৯। অর্থাৎ “সত্যপালন ও তপস্যা ও ইন্দ্রিষনিগ্রহ এব৯ তাঁৱৰ জীবের প্রতি দয়া ইত্যাদি যে পরমার্থ সাধন, সেই ব্রাঙ্গণের फ़िरू।” . . . . . ႏိုင္ငံ : - * , শঙ্করাচার্য্যও কহিয়াছেন; যখt;