পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ও শাসনের কৰ্ত্তা ? যদি তিনি মনুষ্যদের স্রষ্টা ও শাসনকৰ্ত্তা হন, তবে তাহদের কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য ও পাপ পুণ্যের নির্ণয় করণার্থে কোন ব্যবস্থা অবশ্য দিয়া থাকিবেন। সেই ব্যবস্থা কী? ২। পরমেশ্বরের সহিত মনুষ্যদের কী ৰূপ সম্বন্ধ আছে? তাহারা কি হার সৃষ্ট বস্তু, এবং র্তাহার নিকটে কি স্বং কৰ্ম্মের নিকাশ দিতে হইবে ? মনুষ্যেরা যদি এৰূপ দায়ী ও পাপী হয়, তবে তাছাদের পাপের ক্ষম কি হইতে পারবে ? যদি ক্ষম হইতে পারে, তবে কী ৰূপে হইবে ? সত্য ধৰ্ম্ম এ সকল বিষয় মনুষ্যগণকে অবশ্য জ্ঞাত করাইবে, যেন তাহারা আপনাদিগকে ও ঈশ্বরকে এবং ধৰ্ম্ম কৰ্ম্ম সকলকে জানিয়া পরকালে সর্নন্ত ত্ৰাণ প্রাপ্ত হয়। আরও এই ধৰ্ম্ম অন্য সকল ধৰ্ম্মাপেক্ষা শ্ৰেষ্ঠ এবং সমস্ত মনুষ্যদের ব্যবহার্ষ্য, ইহা এমত সুপ্রকাশ হইবে, যে তাবৎ অপক্ষপাতি ও সত্যান্বেষণকারি ব্যক্তিরা তাহার ঐশ্বরিক উৎপত্তি অনায়াসে জানিতে পারিবেন । চতুর্থ লক্ষণ সত্য ধর্মেতে পরমেশ্বরের এতাদৃশ চিকু থাকিবে যে তজপ করা কোন মনুষের সাধ্য ইইবে না। তাহ হইলে ঐ ধৰ্ম্ম ঈশ্বরদত্ত