পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* @ 8 হিন্দুধর্ম পরীক্ষা। [৫ খণ্ডের . বিলুব্ধ ব্ৰাহ্মণ শূদ্যুৎ দুৰ্যোপাদান মাচরেৎ। ন হি তুল্যান্তি কিঞ্চিৎ স্ব ভর্তৃহাৰ্য্যধনোহি সঃ ॥ অর্থাৎ “ব্লাহ্মণ শূদ্রের দ্রব্যকে নিঃসন্দেহে লইবে, -কেননা শূন্ত্রের কিছু মাত্র নাই, তাছার সমুদয় দ্রব্যের কৰ্ত্তাই বুাহ্মণ । মিতাক্ষরাঙ্ক লেখা আছে, যথা ; রাজ্ঞাধমণিকে দাপ্য সাধিতাদর্শক শত৭। পঞ্চকঞ্চ শত৯ দাপ্য প্রাপ্তার্থে ব্যুত্তমণিকঃ। অর্থাৎ “রাজ্ঞা ব্ৰাহ্মণহইতে দশ আর ক্ষত্রিয়হইতে পোনের আর বৈশ্যহইতে ত্রিশ আর শূদুহইতে পঞ্চাশ টাকা শতকরা সূদ দেওয়াইবেন " পরে ঐ শাস্ত্রেতে লেখে। যথা, এক জাতি দ্বিজাতন্তু বাচ দারুণয় ক্ষিপন। জিহ্বায়াঃ প্রাপুরাচ্ছেদ৭ জঘন্যপ্রভৰোহি সঃ। - অর্থাৎ “যদি শূদ্র ব্রাহ্মণকে দুৰ্ব্বাক্য কহে, তবে তাহার জিহ্বা কাটা যায়, যেহেতু শূদ্র নীচাঙ্গহইতে উৎপন্ন হইয়াছে।” ' . পরে ইহাও লেখা আছে, “ যেকেহ ব্ৰাহ্মণকে গালি দেয়, তাহার জিহ্বাকে চিরির ফেলিতে হইবে। আর যদি তাহার নাম আর জাতির নিন্দ করিয়া কহে, জরে দেবদত্ত! তৰে দশ অঙ্গুল পরিমিত লোহ শলাকা তপ্ত করিয়া তাহার: মুখে দিতে হই