পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ] সদোষ ব্রাহ্মণের মণ্ডের বিষয়। $ & 4 অর্থাৎ “ব্রাহ্মণের প্রাণান্ত দণ্ড কেবল মুণ্ডন হয়, অন্য বর্ণ সকলকে প্রাণান্ত দণ্ড দেওয়া যায়। যদ্যপি ব্ৰাহ্মণ, সৰ্ব্ব প্রকার পাপ করিয়া থাকে, তথাপিও মে বধ্য হয় না, বরণ তাহাকে ক্ষত বিনা সৰ্ব্বধন সমেত দেশহইতে বাহির করিয়া দিবেন।” প্রায়শ্চিত্ত বিবেকে এই শ্লোক সুছে যথা; মহাপাতকযুক্তোপি ন বিপ্নো বধমহতি । শিরসে মুগুন"দণ্ড স্তস্য নিৰ্ব্বাসন" পুরাৎ ॥ অর্থাৎ “ যদি ব্ৰাহ্মণ মহাপাতকী হয়, তথাপিও সে বধের যোগ্য নহে; পরস্তু রাজা তাহীর মস্তক মুগুন করিয়া দেশহইতে বহিষ্কৃত করাইবেন।” পুনশ্চ এই শ্লোক আছে, যথা; আচার্য্যঞ্চ প্রবক্তার পিতরণ মাতরম্ গুরু" । ন হিপস্যাদ্রাহ্মণান গা৯শ সৰ্ব্বাণশ্চৈব তপস্বিনঃ ॥ অর্থাৎ “আচাৰ্য্য আর শিক্ষক আর পিতা মাতা ও গুরু আর ড্ৰাহ্মণ আর 'গো এবণ তপস্বী এ সকলকে বধ করিবে না।” । - ব্ৰাহ্মণ বধের যোগ্য মহে ইহার বিশেষ কারণ এই যে ব্ৰাহ্মণের দেহ দেবতাগণের বাসস্থান হয়; তাহাতে যদি সে নষ্ট হয়, তবে দেবতারা কোথায় থাকিবে? যেমত পুরাণে লেখা আছে, যথা: | ব্ৰাহ্মণস্য আৰু জ্ঞেয় সৰ্ব্বদেৰসমাশ্রিত। - স। চেৎ সন্তাপিত রাজন কিমু বক্ষামহে বয়ণ ॥