পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায়৷] শ্রাহ্মণজ্ঞ ব্ৰাহ্মণদেরও ক্ষতিজনক হয়। * @ 3 প্রমাণ সকল যাহার ভাল ৰূপে বিবেচনা করে, তাহারা পেষ্ট দেখিতে পাইবে যে হিন্দুধৰ্ম্ম ব্রাক্ষণদের কর্তৃক রচিত হইয়াছে ; কারণ ঐ শাস্ত্রানুসারে তাছারাই পৃথিবীর দেবতা স্বৰূপ, এবং তাঁহাদের দ্বারা ও তাহাদের জন্যে সকল বস্ত্র সৃষ্ট হইয়াছে জাহা, কী পাষণ্ডের কথা"এমতই কথা পাঠ ও শ্রবণ করতে যুব ব্ৰাহ্মণের স্বভাব আদৌ ভোল হইলেও যে শীঘ্ৰ ভ্ৰষ্ট হয়, এবং তাহার মনে অহঙ্কার জন্মে, ইহাতে আশ্চৰ্য্য কী? ব্ৰাহ্মণ আপনাকে ঈশ্বর তুল্য এবং আর ২ লোককে দাস তুল্য জ্ঞান করিলে, তাছার স্বভাব যে পরে ভাল থাকিবে, এবং সে যে উপযুক্ত আচরণ করিবে, ইহা কি, সম্ভব হইতে পারে ? সুতরাং যখন সে আপনাকে ঈশ্বর তুল্য বোধ করে, তখন তাহার অস্তঃকরণের মধ্যে পরমেশ্বরের প্রতি ভয় ও সমাদর কখন থাকে না । এই ৰূপে ব্ৰাহ্মণের। আপন স্কৃত জালে আপনারা বন্ধ, এবং স্বহস্তে খোদিত খণ্ডে স্বয়ং পতিত হইলে কোনমতেই আপনাদের পুনশ্চ, যদি শাস্ত্রানুসারে ব্রাহ্মণগণকে পূজা পাঠ অর্থাৎ স্নান ধ্যান গায়ত্ৰী জপ বেঙ্গ পড়া ইত্যাদি ধৰ্ম্ম 聆 2