পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় । উীর্থযাত্রার ফল । ‰ ❖ ዓ তত্ত্বাবধারণ হয় না, এবং অনেকেই পথে ক্লান্ত ও পীড়িত হইলে ঔষধাদি না পাইয়া নানা প্রকার দুঃখভোগপূৰ্ব্বক প্রাণ ত্যাগ করে। ষাত্রিদিগের অস্থিতে তাৰৎ তীর্থস্থান,বিশেষতঃ জগন্নাথ ক্ষেত্র পরিপূর্ণ ‘হইয়া থাকে। তীর্থ যাত্রার আর একটি মন্দ ফল এই, ষে তাছাতে স্ত্রী পুরুষ উভয়েই কার্মাভিলাষ পূর্ণ করিবার যথেষ্ট সুযোগ পায়; সুতরাং অনেক সতী স্ত্রীও এই ৰূপে ভ্ৰষ্ট হয়। ইহা বড় দুঃখের বিষয়। ভাল, বিবেচনা করিয়া বল দেখি, কোন হিন্দু লোক বহু দূরস্থ তীর্থস্থানে গিয়া তথায় স্বীয় উপার্জিত সমস্ত ধন ব্যয় করিয়া কিম্বা অতিশয় ঋণগ্রস্ত হইয়া যদ্যপিও ভাগ্যক্রমে স্বদেশে ফিরিয়া আইসে, এবং আপনার স্ত্রীকে সাধু ও সন্তানগণকে জীবৎ পুনরায় দেখিতে পায়, তবে উক্ত যাত্রাতে তাহার কী লাভ হইয়াছে? তাহার ব্যয়, শুম, এবং ৰিপদ অগণ্য হইয়াছে বটে; কিন্তু পুরস্কার কী? না, সে এই মাত্র পাইয়াছে, স্বর্গের দ্বার নামে প্রসিদ্ধ কাশীকে দেখিয়াছে; ও গয়াতে আপনাপিতৃপুরুষের পিণ্ড দিয়াছে ; ও ঐক্ষেত্রে অন্য সকল জাতির সহিত আহার করয়াছে; এই প্রযুক্ত সে মনে করে, আমার মহাপুণ্য লাভ হইয়াছে। কিন্তু, এখন ভূমি