পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* १९ হিন্দুধর্ম পরীক্ষা । [৫ খণ্ডের জাপনাদিগকে শারীরিক দুঃখের অধীক্ষ করে, ও কথন মোক্ষ প্রাপ্ত হয় না ।” . . . . . . . যে ব্যক্তি যে কোন বস্তুর পূজা করে, সে জাপমাকে তাহাহইতে ক্ষুদ্র স্বীকার করে ; অতএব ষে মনুষ্য পশু পাষাণ ইত্যাদির পূজা করে, সে আপনাকে তাম্বাইইতে অধম করিয়া জানায় ! ভগবদগীতাতেও লিখিত আছে, যথা; বিষয়ান ধ্যায়তশ্চিত্ত বিষয়েষ্ণু প্রসজ্জতে। অর্থাৎ “ যে ব্যক্তি সৰ্ব্বদ বিষয় চিন্তা করে, তাহার মন তাহাতেই আসক্ত হয়।” . . . ' আরও অন্য স্থলে এই শ্লোক আছে, যথা; যে মা৯ সন্দ্রে ভূতেষু সন্তমাত্মানমীশ্বরণ। হিল্বাহচর্চা^ ভজতে মৌঢ়্যাথ ভস্মন্যেৰ জুহোতি সঃ। অর্থাৎ “সৰ্ব্ব জাৰেতে বৰ্ত্তমান আত্মাস্বরূপ ঈশ্বর যে আমি, য়ামাকে ত্যাগ করিয়া যে ব্যক্তি প্রতিমাদি পূজা করে, সে কেবল ভযোতে আহুতি দেয়।” সুতরাং প্রতিমাপূজক আপনাকে শিশু বরঞ্চ পশু অপেক্ষাও নিৰ্ব্বোধ দেখায়; কারণ এমত কোন পশু আছে যে গঙ্গকে জল, বোধে পান না করে, এবং তুলসী ও অশ্বথ বৃক্ষকে বৃক্ষমাত্র জ্ঞান করিয়া না খায়? অথচ এমন কোন শিশু আছে যে সালগ্রাম ও