পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ] প্রতিমাপূজা মুক্তির রিরুদ্ধ। ১৭৩ মহাদেবকে কেবল প্রস্তর জ্ঞান না করে? কিন্তু সেই বালক বয়ঃপ্রাপ্ত হইলে ঐ সকল বস্তুকে পূজা করিতে শিক্ষা পাওয়াতে তাহার বুদ্ধিশুদ্ধি ক্রমশঃ লোপ হয়, তৎপরে সে তাহাদিগকে দেবতাস্বৰূপ জ্ঞান করে । তাহাতে যে সকল প্রতিদাকে পুর্বে কেবল প্রস্তর জ্ঞান করিত, তাহাদিগকে এখন অলঙ্কারাদি পরিধান করাইয়া বিভূষিত করে, আলিঙ্গন পূৰ্ব্বক উপবেশন করায়, এবং মনোহর ফুলের সৌরভ ও নৈবেদ্যাদি গ্রহণ করিতে আহবান করে, ইত্যাদি। প্রতিমারা যেন সুশীতল বাতাস প্রাপ্ত হয়, তজ্জন্য সে তাহাদিগকে পাখা করে, ও পাছে শীতাৰ্ত্ত হয়, এই ভরে বস্ত্র পরিধান করায়; তাহাদিগকে মশাতে বিরক্তন করে, এই জন্যে মশারি খাটাইয়া দেয়; আর সিন্দুর দি চিত্র বিচিত্র করে, যেন তাহারা আপনাদের সৌন্দৰ্য্য দেখিয়া সন্তুষ্ট হয়; তাছাদের স্বারামার্থে সে তাহাদিগকে শয়ন করায়; এবং শুবৎ হইয়া ক্ষাহীদের প্রণাম করে, আর স্বপ্নের,এবং শুভাশুভ লক্ষণের অর্থ তাহাদিগকে জিজ্ঞাসা করে, ইত্যাদি। থাকে, একই দেবত্বার কোন ২ প্রতিম সেই দেবতার অন্য সকল প্রতিম অপেক্ষা সন্তান ও ধনাদি প্রদান & 3 *