পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায়।] প্রতিমাপূজা কামাদি জনক । * * g. গুণ স্মরণ করিলে জ্ঞান ও পবিত্রত হওয়া দূরে থাকুক, বরঞ্চ পাপের উদয় ও বৃদ্ধি হয়। বিশেষতঃ, লজ্জাম্পদ শিবলিঙ্গ পূজা করান্তে কি কামকে জয় করা যায় ? তাহা কদাচ হয় না, বরং যেমন অপ্লিতে তৈল ঢালিলে সে নিৰ্ব্বাণ না হইয়া বাড়িয়া উঠে, তদ্রুপ ঘটে। ফলতঃ ইহাতে কিছু মাত্র আশ্চর্য্য নাই। অন্ধকারহইতে কি দীপ্তি হইতে পারে ? কিম্বা কাম, ক্রোধ, লোভকে ধ্যান করিলে কি ঐশ্বরিক জ্ঞান ও মনঃপৰিত্ৰত জন্মিতে পারে ? জড়মূৰ্ত্তিম্বইতে নরাত্মা কী প্রকারে পারমার্থিক জ্ঞান প্রাপ্ত হইতে পারে? অথবা ঢেঁকী পূজা করাতে কি সৃষ্টিকৰ্ত্তাকে জানিতে পারা যায়? হায় ২ ! এ বড় আক্ষেপের বিষয়। কেননা সত্য ধৰ্ম্ম আপন মতাবলম্বিদিগকে অধম ও ভ্রষ্ট না করিয়া তাহাদের সদগুণের বৃদ্ধি অবশ্য করবে। - আরও দেখ, যন্দ্রপ কোন স্ত্রী লোক একবার স্বীয় স্বামিকে ত্যাগ করিয়া বাহির হইলে পরে যাহাকে পায় তাহারই সহিত দুষ্কৰ্ম্ম করে ; তদ্রুপ অভাগা হিন্দুগণ সৰ্ব্বস্বামি ঈশ্বরের সেবা একবার ত্যাগ করিয়া প্রস্তর কাষ্ঠাদির প্রতিমার সহিত পূজাৰূপ কুকৰ্ম্মে প্রবৃত্ত হইলে তাহারা কেৱল অল্প বস্তুর ভজনা করিতে স্তৃপ্ত