পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ ግb” হিন্দুধর্ম পরীক্ষণ । {৫ খণ্ডের জালে ধৃত হইয়া পরমহংস হয়, অর্থাৎ আপনাকেই ঈশ্বর জ্ঞান করে, তাহার হুরবস্থা দেখ। সে অন্য কাহারে সঙ্গে আলাপাদি করে না, এবং তাহার যে কিছু জ্ঞান থাকে, তাহাতে কাঙ্কারো উপকার হয় না, বরং সে শুষ্ক বৃক্ষের কবন্ধবৎ অরণ্যে পড়িয়া থাকে। তাহার কোন শক্তি না থাকাতে সে ভয় অস্থিবিশিষ্ট মনুষ্যের ন্যায় নিতান্ত অকৰ্ম্মণ্য হয়। ফলতঃ সচ্চিদানন্দ এৰং সুখদাত পরমেশ্বর সর্বদা প্রাণীগণের মঙ্গল করিতেছেন, এবং মনুষ্যেরা যেন পরস্পর প্রেম ও উপকার করে, এতজন্য তিনি তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন। প্রত্যেক মনুষ্য স্ব২ মনে ইহঁ স্বীকার করিবে; কিন্তু পরমহংস ব্যক্তি স্বেচ্ছাপূৰ্ব্বক আপন ৰিবেকশক্তি ও মনুষ্যত্ব ত্যাগ করিয়া সৃষ্ট কৰ্ম্মে প্রকাশিত পরমেশ্বরের গোরবময়wম্বভাবের প্রতি চক্ষু রোধ করে, এবং সকল মনুষ্যের সংযোগহইতে আপনাকে বিভিন্ন করিয়া নিরস কাষ্ঠ স্কুল্য বনের মধ্যে নষ্ট হয়। এই ৰূপে পরমহংস মুগ্ধ হইয়া সাধ্য পৰ্য্যন্ত আপন মমতাসুদ্ধ সৃষ্ট বস্তু সকল এবং সৃষ্টিকৰ্ত্তাকেও নাশ করিতে উদ্যোগ পাইরা তাবৎ যুক্তিসিদ্ধ ক্রির বর্জন করে; এবং স্বীয় অন্ধকারাবৃত কল্পনা ব্যতীত আর