পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏜᎿᏅ8 হিন্দুধর্ম পরীক্ষা। {৫ খণ্ডের পরিবে না ; বরঞ্চ উত্তরোত্তর অপবিত্র হইয়া উঠিবে। যদ্রপ যে পর্যন্ত জল মলিন স্রোত দিয়া যায়, সেই পৰ্য্যন্ত তাহা সমল থাকে ; তদ্রুপ যদি পেটুক মনুষ্য পরজন্মে শূকর হয়, তৰে সে কেমন করিয়া পরিমিত আহার করিতে শিখিবে? অথবা ক্রোধি বা ইত্যাকারি ব্যক্তি পরজন্মে যদি সিংহ কিম্বা ব্যাঘ্র হয়, তবে কি সে আপন নিষ্ঠুরতা ত্যাগ করত দয়া ও মৃদুতা শিক্ষা করিতে পরিবে ? বিচারকৰ্ত্ত কি চোরকে চৌর্য্য ব্যবসায় ত্যাগ করাইবার জন্যে চোরগণের নিকট পাঠাইয়া দেন? অথবা লম্পট লোককে সাধু করাইবার জন্যে ব্যভিচারিগণের সমাজে প্রেরণ করেন? ইহা যেমন অসম্ভব, তদ্রুপ মনুষ্যগণ উক্ত প্রকারে বার ২ জন্মগ্রহণ পূর্বক অদৃষ্টকৃত পাপের জন্যে দণ্ডভোগ করাতে যে শুধরাইবে, ইহাও সম্ভব হয় না। সুতরাং য়াহাতে নিৰ্ম্মল পরমেশ্বরের ধৰ্ম্ম ও জ্ঞান দোষগ্রস্ত হয়, এমন মস্ত তিনি যে স্থাপন করিবেন ইহাও निङांख्ठ अनूठ्ठद । ।