পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায়।] ছি৭ সাদি হিন্দুধর্মের ফলে । y& ৭ অধ্যায় । হিন্দুধর্মের অন্যান্য কুফলের বিষয়। যে ধৰ্ম্ম ঈশ্বরহইতে হয়, তত্ত্বারা ঈর্ষা, দ্বেষ ও । শক্ৰতণ নাশ পায় ; অন্তঃকরণ নম হয় ; পিতা মাত৷ ও সন্তানগণের প্রতি প্রেম জন্মায় ; মনুষ্যদের মধ্যে পরস্পর দয়া ও হিতৈষিত উৎপন্ন হয় ; এবং তাহাদের সমস্ত আচার ব্যবহার উত্তরোত্তর ভাল হইয়া উঠে ; ইছা আমরা আপন ২ বিবেক্ষদ্বারা অবগত হইতেছি। ভাল, এই কি হিন্দুধৰ্ম্মের ফল ? হায় ২ ! পূৰ্ব্বোক্ত যে সকল বিষয়ে আমরা তাহার পরীক্ষা করিয়াছি, তাহাতে যেমন দোষ আছে, তদ্রুপ ইহাতেও দেখা যায়। জাতি ও প্রতিমাপূজাদির মন্দতার বিষয়ে যায়। পূর্বে উক্ত হইয়াছে, (৫ খণ্ডের ৪ ও ৫ অধ্যায়ে দেখ, ) তদ্ভিন্ন বেদেতে অভিচার ও প্ররদারাদি কুঅভিলাষ সকল পূর্ণ করিতে অমুমতি দেয়। ১। হিংসা। দেখ, শাপদায়ক বেদ নামে প্রসিদ্ধ যে অথৰ্ব্ববেদ, তাহাতে শত্ৰু নাশার্থে অনেকানেক মন্ত্র আছে, ইহা সকলই জানে। বিশেষতঃ, ভগবতী যেন প্রসন্না হইয়া পূজকদের ক্রোধাভিলাষ তৃপ্ত করেন, তজ্জন্য র্তাহার তুষ্টিজনক বলিদানাদির বিধি 'դ 3