পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' S 9 হিন্দুধর্ম পরীক্ষা । [৫ খণ্ডের পূৰ্ব্বে (২ ও ৩ খণ্ডে) দেখিয়াছি, ষে এই ধর্মে অনেক অনৈক্য পাওয়া যায়, অতএব এ কিছু আশ্চৰ্য্য বিষয় নয় । । ... - ৬। স্ত্রীজাতির অধমত্ব । হিন্দু মতানুসারে স্ত্রীগণের কী পৰ্য্যন্ত দুরবস্থা হইয়াছে, তাহ বর্ণনা করা যায় না। ৯৬ ৷ ৯৭ ও ১২৫। ১২৬ পৃষ্ঠে দেখ। তাহারা ব্যাকরণ এবং বেদ পাঠ করিতে দৃঢ়ৰূপুে নিষেধিতা আছে। মনু কছেন, স্ত্রীদের বেদপাঠে কোন অধিকার নাই ; যথা, ৯ অধ্যায় ১৮ শ্লোকে লেখা আছে, * নাস্তি স্ত্ৰীণা^ ক্রিয়ামন্ত্রৈরিত্যাদি । অর্থাৎ “স্ত্রীদের কোন মন্ত্র সন্মুক্ত ক্রিয়া নাই ।” আর ভাগবতে ইহাও লেখা আছে, যথা ; স্ত্রীশূদ্রদ্বিজবন্ধুনা" ত্রয়ী ন শ্রুতিগোচর । ఇళ్న “স্ত্রী ও শূদ্র এবং পতিত ব্ৰাহ্মণ ইহার ৰেশুনিবার যোগ্য নহে ।” হিন্দুগণের কোন ২ বর্ণের মধ্যে স্ত্রীলোকদের লেখা পড়ার রীতি প্রায় দেখা যায় না ; কারণ এই, তাহারা বোধ করে স্ত্রীলোক বিদ্যা শিক্ষা করিলে উপপতির সহিন্ত মিলনের সঙ্কেত ভিন্ন আর কোন বিষয়ে উপকার প্রাপ্ত হয় মা । যদি স্ত্রীলোকদের