পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డి ఎ* হিন্দুধর্ম পরীক্ষা। [৫ খণ্ডের আমার মাতা,” স্বামী আপন স্ত্রীকে এই কথা বলিবামাত্র সে ত্যাক্ত হয়। এক পুরুষের অনেক স্ত্রীকে বিবাহ করণের বাধা নাই ; বিশেষতঃ বাহ্মণ চারি বর্ণের চারি স্ত্রীকে বর্ণক্রমে বিবাহ করিতে পারে; মনুর ১১ অ ৫ শ্লোক, আর ৮ অ ২০৪ আর ৯ অ ৮৫ শ্লোক দেখ। এবং কলীন ব্রাহ্মণের ইচ্ছাপূৰ্ব্বক অনেকানেক বিবাহ করিয়া থাকে, ইহা সচরাচর প্রসিদ্ধ আছে। শাস্ত্রের বিধিমতে স্ত্রীলোককে জীবৎকালে এই সকল দুঃখ ও অপমান সহা করিতে হয়; পরে লেখা আছে স্ত্রী স্বামির মৃত দেহের সহিত পুড়িয়া মরিলে তাহার মহাধৰ্ম্ম হয় । (৯৫। ৯৬ পৃষ্ঠে দেখ ।) ৭ । নরবলি ও আত্মহত্যা । নরবলি দিতে শাস্ত্রে অনুমতি আছে। যথা, ঋগ্বেদেতে লেখে, শুনঃশেফ ঋষি বলিৰূপে উৎসর্গ হইবার কারণ আনীত হইলে মৃত্যুহইতে রক্ষা পাইবার জন্যে কহিয়াছিল, যথা; কস্য নূন" কতমস্যামৃতান্নাথ মনামহে চারু দেবল্য নাম . কো ন মহা আদিতয়ে পুনদীপ্তিরঞ্চ দৃশেয়ণ মাতরঞ্চ । । অর্থাৎ “আমি কোন দেবতাকে বিনতি করিব, অথবা কোন প্রজাপতির স্তব করিব, যেন তিনি আসিয়া আমাকে উদ্ধার করিলে পিতামাতার মুখ পুনঃ দেথিতে পাই।”