পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । {১ খণ্ডেব কেহ যদি জিজ্ঞাসা করে, এক পরমেশ্বর কী প্রকারে তিন ব্যক্তি হইতে পারেন? তবে এই আপত্তির উত্তর এস্থলে না লিখিয়া পরে লিখিতে প্ৰবৰ্ত্ত হইব ; কিন্তু এই পুস্তকের ভূমিকার মধ্যে সত্য ঈশ্বরের য়ে সকল গুণ বর্ণনা করা মিয়াছে, (৪। ৫ পৃষ্ঠে দেখ) ধৰ্ম্মপুস্তকে প্রকাশিত ঈশ্বরের সেই সকল গুণ আছে কি না, তাছাই মাত্র প্রথম অধ্যায়ে নির্ণয় করা যাইবে । অধিকন্তু আমরা হিন্দু ধৰ্ম্মের অনুসন্ধানও এই ৰূপেই করিয়াছি ; দেখ, বিচারের জারম্ভেতে আপত্ত্বি করিয়া জিজ্ঞাসা করি নাই, যে ঈশ্বর এক হইয়া কী প্রকারে অনেক হইতে পারেন ? কিম্ব তিনি নিগুণ হুইয়া কী প্রকারে সগুণ কুইতে পারেন? কিন্তু হিন্দুশাস্ত্র বর্ণিত যে ঈশ্বর তিনি নিগুণ হউন বা সগুণ হউন, সত্য ঈশ্বরের লক্ষণ সকল তাহাতে আছে কি না, ইলক্ট মাত্র আমরা নির্ণয় কারতে চেষ্টা করিয়াছি ; অতএব সেই ৰূপে খ্ৰীষ্টীয় ধর্মের পরীক্ষাও করিব। পরে ঈশ্বরের একত্ব গুণের প্রসঙ্গে আমরা ধৰ্ম্ম পুস্তকে প্রকাশিত র্তাহার ত্রিত্বভাৰেরও বিচার করিব । এখন ক্ৰেক্ষে৯ খ্রীষ্টীয় ধৰ্ম্মের পরীক্ষা করি । مسسمسسمسم مبنسبیسیو