পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o পরমেশ্বরের পবিত্র তার বিষয় । ‘2 & ১ অধ্যায় । পরমেশ্বরের পবিত্রতার বিষয় । ধৰ্ম্মপুস্তকানুসারে ঈশ্বর পবিত্র কি না? পবিত্রতা গুণের অনুসন্ধানার্থে ধৰ্ম্মপুস্তকে রৰ্ণিত যে ঈশ্বর তাহার কথা ও ক্রিয় সকল বিবেচনা করিতে হইবে। ফলতঃ ঈশ্বর যে পবিত্র, ইহা ধৰ্ম্মপুস্তকের মধ্যে বারম্বার দৃঢ়ৰূপে কথিত হইয়াছে ; দেখ, পঞ্চপুস্তকের এক স্থানে লেখা আছে, যথা : “তুমি উসুয়েলের বণশকে বল, তোমরা পবিত্র হও, কেননা তোমাদের প্রভু পরমেশ্বর যে আমি, আমিই পবিত্র ।” লে ১৯ । ২ | তদ্রুপ দায়ুদের গীতে লেখা আছে, যথা ; “আমাদের প্রভূ পরমেশ্বরের প্রতিষ্ঠা কর, ও তাহার পাদপীঠে প্রণাম কর । তিনি পবিত্র।” ৯৯ গী ৫। “ পরমেশ্বর অাপন তাবৎ পথে**41থার্থিক্ট ও তাবৎ কার্য্যে পবিত্র ।” ১৪৫ গী ১৭ 1 ভবিষ্যদ্বক্তৃগণের পুস্তকেও লেখা আছে, যথা; “তথন দূতগণ পরল্পর ডাকিয়া কহিল, পবিত্র, পবিত্র, পবিত্র সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর : তাবৎ পৃথিবী তাহার তেজেতে পরিপূর্ণ অাছে।” যিশা ৬। ৩। С 2