পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎭ খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । ২। ধৰ্ম্মপুস্তকে ঈশ্বর ব্যবস্থাদায়ক হইয়া কি আপনাকে পবিত্রৰূপে প্রকাশ করিলেন ? ঈশ্বর আদম ও হবাকে সৃষ্টি করিয়া তাহাদিগকে এমন ৰিবেক শক্তি দিলেন, যদদ্বারা তাহারা তাহার ব্যবস্থা বুঝিয়া * আপনাদের কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য সকল নিশ্চয় জানিতে পারিয়াছিলেন । তৎকালে তিনি র্তাহাদিগকে কেবল এই একটি আজ্ঞা দিলেন, অর্থাৎ “তোমরা সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন + করিও না ;” ইহা তাহারা অনায়াসে স্মরণ ও পালন করিতে পারিতেন, কিন্তু লঙ্ঘন করিয়া পাপী হইলেন। তথাচ সেই বিবেক শক্তি অদ্যপিও মষ্ট না হইষা কেবল অনেক হ্রাস পাইয়াছে । এই বিবেক শক্তির গুণেতে মনুষ্যমাত্র নিজে অপবিত্র হইলেও ঈশ্বরের পবিত্রতার বিষয়ে সাক্ষ্য দেয়। পুনশ্চ পরমেশ্বর মুসাদ্বারা আপন ব্যবস্থা জানাইয়া বলিলেন, যথা ; -- - - “আমিই তোমার প্রভূ পরমেশ্বর। আমার সাক্ষাতে তোমার মাৱ কোন দেবতা না থাকুক। এব^ তুমি আপনার নিমিত্তে কোন খোদিত প্রতিমার, অর্থাৎ উপ

  • হিন্তে ২• । ২৭ + আ ২ I ১৬, ১৭ রে৷ ২ ৷ ১৪, ১৫ ।