পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের পবিত্রতার বিষয় । * 。 এই পরমেশ্বরের ব্যবস্থা বটে, এবং তিনি কাহাকে বিনা দণ্ডে তাহা লঙ্ঘন করিতে দেন না। যে কেহ তাহার ব্যতিক্রম করে সে ঈশ্বরের সহিত বাস করিতে পারে না, বরং অনন্তকালস্থায়ি শাস্তির যোগ্য পাত্র হয়। ইহার প্রমাণ দেখ, স্বর্গের কোন ২ দূতগণও তাহা লঙ্ঘন করণ প্রযুক্ত নরকে নিক্ষিপ্ত * হইয়াছিল; এবং আদম ও হবা যখন + তাহার ব্যতিক্রম করিলেন, তখন র্তাহারা সুখোদ্যানহইতে বহিস্কৃত হইলেন। ঈশ্বরের আজ্ঞা লঙুঘনই ; পাপ ; আর ধৰ্ম্মপুস্তকে পাপের বিষয়ে লিখিত আছে, ঈশ্বরের নিকটে তাহা এমত ঘৃণাৰ্ছ যে কোন পাপী তাহার কাছে যাইতে | পারে না । ইহা প্রকাশার্থে ঈশ্বর আদমের পাপের জন্যে ভূমিকে অভিশপ্ত A করিলেন, এবং তাহার কারণ মনুষ্য বংশজ সকলেই দগুযোগ্য ও দুঃখী ও মৃত্যুর অধীন 1 হইল। সৃষ্টির ১৬০০ বৎসর পরে নোহের সময়ে যখন মনুষ্যদের অন্তঃকরণের কল্পনা ও চিন্তা ক্রমিক দুষ্ট হইতে লাগিল, এবং সক

  • ২ fপ ২ । ৪ + অ ৩। ২৪ ১ যো ৩। ৪ || ১ গী ৫ ; ১। ? অা ৩। ১৭ । ৭ রো ৫ । ১২ । o