পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१. १. খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । লেই পাপেতে একেবারে ডুৰিয়া যাইতেছিল, তখন ঈশ্বর পাপের প্রতি ঘৃণা ও আপন পবিত্রত প্রকাশার্থে জলপুীবনদ্বারা সকলকে বিনষ্ট * করিলেন। কারণ নোহ ব্যতীত তাহারা সকলে পাপপ্রযুক্ত অপবিত্র হওত তাহার দৃষ্টিতে অতি ঘূণাস্পদ হইয়াছিল । তদ্রুপ ইব্রাহীমের ভ্রাতৃপুত্র লোটের সময়ে যখন সিদোম ও অমোরা নগরের লোকেরা পাপৰূপ পঙ্কে গলা পর্যন্ত ডুবিয়া সৰ্ব্বতোভাবে অশুদ্ধ ও দুষ্ট হইল, তখন ঈশ্বর পবিত্ৰাতার উপরোধে স্বৰ্গহইতে গন্ধক ও অগ্নি বৃষ্টি করাইয়া তাহদের একেবারে সর্বনাশ + করিলেন। পরে কিনান দেশ নিবাসিরা পাপের প্রতি ঈশ্বরের ঘৃণার এমত ভয়ানক প্রমাণ দেখিয়াও আপনাদের কুপথ হইতে ফিরিল না ; তাহাতে পরমেশ্বর ইস্রায়েল বংশদ্বারা তাহাদিগকে বিনট ; করাইলেন। পরে যখন র্তাহার প্রিয় লোক ইস্রায়েলের নিজে পাপে পড়িল, তখন তিনি তাহাদিগকেও ক্ষমা করিলেন না, বরং লক্ষ ২ লোক সংহার করিয়া অবশিষ্ট সকলকে مسسمیسwسپwwسمب-مممسr٫-حمnwسwمه

  • অ ৬ ও ৭ অধ্যায়। + আ ১৯ অ গ ৩৩ । ৫০-৫৩। ও দ্ধি ২৯ । ১৬-১৮ ।