পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের ল্যায্যের বিষয় । &> ক্ষাতে আপনাকে নিৰ্দ্দোষী জানাইতে পারিৰে না ; কারণ লেখা আছে, সকলেই পাপী; এবং ন্যায়ের পথ কেশহইতেও ভূক্ষ, সেই পথ ত্যাগ করিয়া ঈশ্বর কিঞ্চিষ্মাত্র এ দিগে ওদিগে যাইবেন না, অর্থাৎ যে কেহ তাহার আজ্ঞা সকলের মধ্যে ক্ষুদ্রতম আজ্ঞাও লঙ্ঘন করে, সে পরিত্রাণের সমস্ত অধিকার হারাইয়া,অভিশপ্ত হইবে। যাহারা ঈশ্বরের আজ্ঞাপথে দৃঢ়ৰূপে পদার্পণ করে না, তাছাদের জন্যে ইহকালে মৃত্যু ও মরণান্তে নরকারি নিৰূপিত হুইয়াছে। এই ভয়ঙ্কররূপে ঈশ্বরের ন্যায্য ধৰ্ম্মপুস্তকে প্রকাশ পাইয়াছে, অতএব হে অন্যায়কারিরা, তোমরা কম্পমান হও • ৩ । যদ্যপি পরমেশ্বর ন্যায়স্বৰূপ ও ধৰ্ম্মময় হন, তথাচ তাহার এমত ইচ্ছা নয় যে পাপি লোকেরা পাপৰূপ বন্যাতে ডুৰিয়া মরে ; বরঞ্চ যাহাতে তাছারা অনন্ত ত্ৰাণ পায়, এমক্ত এক উপায় তিনি স্থির করিয়াছেন। এই অদ্ভুত উপায়দ্বারা পাপের দগু হইলেও পাপির পরিত্রাণ পাইতে পারে, এবং ঈশ্বরের ন্যায্য ও পৰিত্রতা নিষ্কলঙ্ক থাকে। বিশেষতঃ; ঈশ্বরত্বে ষে দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ প্ৰভু যীশু ॐीझे, ङिब्रि মুম্বাপে অবতীর্ণ হইয়া ঈশ্বর ও