পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । এইৰূপে খ্ৰীষ্টীয় শাস্ত্রে ঈশ্বরকে পুনঃ২ দয়াৰান কহ যায়। অতএব তিনি যে ই কৰ্ম্ম করিয়াছেন, তাহাতে দয়াগুণ প্রকাশিত হইয়াছে কি না, তাহা এখুন বিৰেচনা করি । ২। ধৰ্ম্মপুস্তকে জানায়, যে ঈশ্বর আদম ও হবাকে এদন নামক মুখোদ্যানহইতে বাহির করিলেন, ও ভূমিকে অভিশপ্ত করিলেন, ও আট জন ব্যতীত জগতের সমুদায় লোককে জলপলাবনদ্বারা নষ্ট করিলেন, ও ইস্রায়েল বংশের খড়গদ্বারা কিনান দেশীয় লোকদিগকে তদ্রুপ বিনষ্ট করিলেন, এবং পৃথিবীর অন্যান্য জাতি অপেক্ষ তাহার প্রিয়পাত্র ইস্রায়েল বংশীয়েরাও র্তাহার ক্রোধপাত্র হইয়া চতুদিগে ছিন্ন ভিন্ন হইয়া গেল। এ সকল স্মরণ করিয়া কেহ আপত্তি করিতে পারে, স্বথা ; এই কি দয়াবানের কৰ্ম্ম?” উত্তর, এস্থলে বিবেচনার প্রয়োজন আছে ; কারণ এতদ্রুপ ঘটনা প্রথমে তাহার দয়া বজিতের মত দেখাইলেও কিঞ্চিৎ বিবেচনা করিলে নিশ্চয় জালিতে পরিবে, য়ে এই সকল দয়াৰানেরই কৰ্ম্ম ৰটে । " যখন আদম ও হৰা পাপেক্তে পত্তিত হইলেন, তখন ঈশ্বর পৰিত্র ও নারী প্রযুক্ত র্তাহাদিগকে