পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○や খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । কিনান দেশের লোকেরাও, বিনষ্ট হইয়াছিল, ইহা সত্য; কিন্তু তৎপূৰ্ব্বে ঈশ্বরের বিচক্ষণ দাসগণ ইব্রাহীম, ইসহাক, ও যাকুৰ তাহদের নিকটে প্রেরিত হইয়া অনেক কাল পর্য্যন্ত ঈশ্বরের ভজনা ও র্তাহার বাক্য তাহীদের কাছে প্রদশিলেন। কিন্তু সে সকল নিরর্থক হইল। অতএব তাহাদের অধৰ্ম্মের পরিমাণ পূর্ণ হইলে তাহারা दिबकै रुझेल । * যিহুদীয়েরাও পাপপ্রযুক্ত ছিন্ন ভিন্ন হইয়াছে। ঈশ্বর তাহদের প্রতি অতুল্য কৃপা প্রকাশ করিয়া আপন বাক্য জানাইয়া তাহাদিগকে ধৰ্ম্মজ্ঞানের ভাণ্ডারি স্বৰূপ করিয়াছিলেন ; তিনি ভবিষ্যদ্বজগণকে তাহদের নিকট ও বারম্বার পাঠাইতেন, তাহা কেবল নয়, বরঞ্চ তিনি নিজে ধীশু খ্ৰীষ্টৰূপে তাহদের মধ্যে অবতীর্ণ হইলেন । তথাচ তাহারা জবাধ্য হইয়া তাহার এই সকল অনুগ্রহ অবজ্ঞা করিয়া ভৰিষ্যদ্বক্তা ও প্রেরিপ্তগণকে হত করিল, এবং অবশেষে বিতৰাধিকারি প্রভুকে কুশে বধ করিল। ইহাতে পরমেশ্বরের পৰিত্নতা ও ন্যায্যৰূপ অগ্নি জ্বলিয়া উঠিলে তাহার कचिह्ननाशनः।