পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের দয়ার বিষয় । So প্রায় ভস্ম হইল ; এবং অবশিষ্ট সকলে ঈশ্বরের ক্ৰোধৰূপ ঘূর্ণ বাতাসের দ্বারা পৃথিবীর চতুৰ্দ্দিগে ছিন্ন ভিন্ন হুইয়া গেল। • অতএৰ ধৰ্ম্মপুস্তকে পরমেশ্বরের দয়া প্রকাশিত হইয়াছে বটে; ফলতঃ তাহা সত্য দয়া, এপ্রযুক্ত ঈশ্বরীয় ন্যায়ের প্রতিরোধ না করিয়া তাহার মহিমা বাহুল্যৰূপে প্রকাশ করে। । ৩। ধৰ্ম্মপুস্তকানুসারে পাখি লোকদের ত্রাণার্থে যে উপায় স্থিরীকৃত হইয়াছে, তাছাতে পরমেশ্বরের দয়া সুৰ্য্যের ন্যায় দেদীপ্যমান হয়। বরঞ্চ তাহার তেজঃ দূতগণেরও দৃষ্টিকে অবরোধ করে ; এবং সাধু লোকেরা অনবরত তাহার প্রশংসা করে। সে উপায় এই, যথা; যখন মনুষ্য ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করাতে পাপী হইল, তখন তাহার স্বসাধ্যে উদ্ধার' পাইবার ভরসা কিছু মাত্র রহিল না ; বরং ঈশ্বরের পবিত্রতা ও ন্যায় প্রযুক্ত সে এতদ্রুপ ভয়ানক অবস্থাতে পড়িয়াছিল, যে মৃত্যু ব্যতীত তাহার, উদ্ধারকর্তা কোন দূত বা মনুষকে দেখা গেল না, এবং নরকারি ব্যতীত আর কোন আশ্রয়ের স্থান ছিল না; এমন দুরবস্থার সময়েতেও স্বয়ং পরমেশ্বর শ্ৰীশু খ্ৰীষ্ট