পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌb~ খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । ৰূপে ঈশ্বর ও মনুষ্যগণের মধ্যস্থ হইলেন। ফলতঃ তিনি উভয়ের মধ্যস্থলে দাড়াইয়া এক হস্তে ঈশ্বরের হস্ত ও অন্য হস্তে মনুষ্যের হস্ত ধরিয়া দুইকে একত্র মিলাইলেন। এই প্রকারে কৃপাৰূপ ভাণ্ডার খোলা গেলে পরিত্রাণের মহাপথ বিদিত হইল ; তাহাতে ঈশ্বরের দয়া এমত তেজস্কররূপে কিরণ দিতে লাগিল, যে স্থৰ্য্যের জ্যোতিঃ তাহার সম্মুখে অন্ধকারবৎ হইল : ' এ বিষয় সংক্ষেপে লেখা আছে, যথা ; · Ús ঈশ্বর জগৎকে এমত প্রেম করলেন, যে আপনার অদ্বিতীয় পুত্রকে দান করিলেন, যেন তাহাতে যে কেহ বিশ্বাস করে, সে নষ্ট না হইয়া অনন্ত জীবন পায়।” ধে ৩ । ১৬ | - পরমেশ্বর এই দয়ার নিয়ম প্রথমে আদমের সহিত করিয়াছিলেন; পরে নোহ, ইব্রাহীম, ইস্হাক, যাকুৰ, মুসা, এবং দায়ুদের নিকটে তাছা সময়ানুক্রমে জানাইলেন। সকল ভবিষ্যদ্বক্তৃগণও তদ্বিষয়ক কথা বলিয়াছেন, ও তাহার প্রমাণ দিয়াছেন। পাপিদের ত্রাণার্থে ঈশ্বরের যে ৰূপ দয়া ও প্রেম তাহা এই নিয়মে দেখা যায়। পিতার অনাদি পুত্র প্রভু যীশু খ্ৰীষ্ট জগৎকে এমত প্রেম