পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ] ঈশ্বরের গুণ বিষয়ক বিচার । Y 4 অগ্নিমূদ্ধ চক্ষুষা চন্দ্রসূর্যৌ বিদিশঃ শ্রোত্রে বান্নিবৃত্তাশ্চ বেদাঃ । বায়ুঃ প্রাণে হৃদয়-১ বিশ্বস্য পদ্ভ্যাণ পৃথিবী হেষঃ সৰ্ব্ব ভূতান্তরাত্মা ইত্যাদি। , অর্থাৎ “আমি তাহার মস্তক, চন্দ্র ও সূর্য্য তাহার চক্ষু, দশ দিক তাহার কর্ণ, বেদ তাহার বাক্য, বায়ু উপহার নিশ্বাস, সমসার তাহার বুদ্ধি, পৃথিৱী তাহার চরণ ; তিনি সকল সৃষ্টির আত্মাম্বুরূপ। আর তিনি আপনি সকল হন, পাপ পুণ্যের প্রতিফল দাতা ও ভোক্তা তিনিই । পরমেশ্বর দেবতা ও মনুষ্য ও হোম ও বলিদুান প্রভৃতি সকলেতে বাস করিতেছেন। তিনি অলকাশ পথে গমন করেন, ও জলমধ্যে মৎস্যরূপে উৎপন্ন হন, ও ভূমিতে তৃণ হইয়া জন্মেন, ও সু্যেত হইয় পৰ্ব্বতহইতে বহেন ; হোম ও বলিদানের অঙ্গ তিনিই হন, তথাপি তিনি মহা পবিত্র এবণ মহান ।” পুনরায় বেদে কহিয়াছে, যথা, পুরুষ প্রবেদ৭ বিশ্ব কৰ্ম্ম তপোবুষ্ক পরমৃতম | অর্থাৎ “ এই জগৎ ও কর্ম ও তপস্যা ও ব্রহ্ম ইত্যাদি সকলই সেই পুরুষ ।” পুনৰ্ব্বার কহিয়াছে, যথা, প্রাশোহ্যেষঃ সৰ্ব্বভুতে বিভাত্বি ৰিজানন বিদ্বান ভবতে নাতিবাদঃ । অর্থাৎ “ এই প্রাণবায়ু সকল ভূতেতে দেদীপ্যমান с3