পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বয়ের দয়ার বিষয় । లిసె করিলেন, যে তিনি ইচ্ছাপূর্বক তাহার উদ্ধারকৰ্ত্ত হইলেন। তিনি মনুষ্যের দুরবস্থা দেখিয়া দয়াক্কষ্ট হইয় তাহদের কারণ মৃত্যু পৰ্য্যস্তও শারীরিক ও মানসিক দুঃখভোগ স্বীকার করিলেন, যেন তন্দ্বারা তাহারা পরিত্রাণ প্রায়, এবং তাহার প্রতি বিশ্বাস করাতে পুণ্যবান গণিত হয়। তিনি এই ৰূপে ত্রাণের কৰ্ম্ম সাধন করিয়া আপন আশ্ৰিত লোকদের মনেNপবিত্র আত্মা প্রদান করিলেন । সেই আত্মা তাহদের অন্তঃকরণে প্রবেশিয়া ঈশ্বরদত্ত এই মহানুগ্রহ গ্রহণ করিতে প্রবৃত্তি দেন। সত্য বটে, মনুষ্যগণ প্রায় তাহার পরামর্শ না শুনিয়া আপনাদের অন্তঃকরণ কঠিন করে ; তথাচ যত দিন তাহাদের ত্রাণ পাইবার ভরুস থাকে, তত দিন পবিত্র আত্মা তাহাদিগকে ত্যাগ করেন না। এই ৰূপে পিতা পরমেশ্বর দয়া ও প্রেম প্রযুক্ত আপন প্রিয় পুত্রকে জগতের কীরণ দান করিলেন ; এবং পুত্র ঈশ্বর দয়া ও প্রেম প্রযুক্ত জগতের ত্রাণ সাধন করিলেন; আর পবিত্র আত্মা ঈশ্বর তদ্রুপ প্রেম ও দয়াতে আকৃষ্ট হইয়। জগৎকে উজ্জ্বল করেন এবং মনুষ্যগণকে সত্য পথে লওয়ান ; পরে যখন তাছার স্বর্গে যাইবার যোগ্য ж. 2