পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । হয়, তখন তিনি তাহাদিগকে ঈশ্বরের নিকটে অনন্ত মুখস্থানে উপস্থিত * করান। ' অতএব পরমেশ্বরের দয়া ধৰ্ম্মপুস্তকে সুস্পষ্টৰূপে প্রমাণীকৃত হইয়াছে ; কিন্তু এব-প্রকারে উক্ত হইয়াছে যে তদ্বারা তাহার ন্যায় ও পবিত্রতাতে কলঙ্ক কদাচ হইতে পারে না । ৪ অধ্যায় । পরমেশ্বরের সর্বজ্ঞতার বিষয়। পরমেশ্বর সর্বজ্ঞ। (৪ পৃষ্ঠে দেখ।) ধৰ্ম্মপুস্তকানুসারে পরমেশ্বরের দয়া,সপ্রমাণ হওয়াতে এখন বিবেচ্য এই যে ঈশ্বর তদ্রুপ অন্তর্যামী ও সৰ্ব্বজ্ঞ কি না। এতদ্বিষয়ে খ্ৰীষ্টীয় শাস্ত্রে কী লিখে? - - - ১। গীত পুস্তকে দায়ুদ বলেন, যথা; “ হে পরমেশ্বর, তুমি অনুসন্ধান করিয়া আমাকে জ্ঞাত আছ, এব^ অামার উপবেশন ও উত্থান জানিতেছ, ও দূরে আমার মনের সম্প্রকল্প বুঝিতেছ; এব^ AAAAAA AAAA AAAA SAS A SAS A SAS SSAS SSAS

  • ১ ক ২ ৷ ১২-১৬ ও ১২ । ৩ 1 ও তীত ৩। ৪-৭ ও রো ৫ ৷ ৫ ৷ ఈ:ళి 1 సిని, 3 1 ra • *, * . -