পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের সর্বজ্ঞতার বিষয়। ' 8 & হইয়াছে। ফলতঃ ধৰ্ম্মপুস্তকোত্ত ভবিষ্যদ্বাক্য বিবেচনা করণ সময়ে ইঙ্গ আরো সুস্পষ্ট হইবে। ৩। ধৰ্ম্মপুস্তকানুসারে ঈশ্বর সর্বান্তর্যামী। ইহার আর কোন প্রমাণ না থাকিলেও ইহাতেই স্পষ্ট বোধ হয়, যে তিনি প্রথমাবধি শেষ পর্য্যন্ত তাবৎ মনুষ্যের অবস্থা ও প্রয়োজনীয় বিষয় জানিয়া তাহাদের জন্যে উপযুক্ত আয়োজন করিয়াছেন ; বিশেষতঃ তিনি মুক্তির এমন একটি পথ নিৰূপণ করিয়াছেন, যাহা সকলেই ধরিয়া পরিত্রাণ প্রাপ্ত হইতে পারে। ভাল, যদ্বারা পরমেশ্বর পাপের দণ্ড দিয়াও পাপিগণকে ত্রাণ করেন, এমন অদ্ভুত পথ কী? যদি জগতের বিদ্বান ও অবিদ্বান, ধনী ও নির্ধনী, মহৎ ও ক্ষুদ্র তাবল্লোক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণহইতে আসিয়া একত্র হয়, পরে স্বৰ্গারোহণ করিয়া অপরিমেয় বুদ্ধি এবং অকথ্য জ্ঞান বিশিষ্ট জ্যোতিৰ্ম্ময় দূতগণের সহিত পরামর্শ করে, এবং সকলে মিলিয়া যদি অগাধ চিন্তাসমুদ্রে ডুবে, কিন্ধ অনু মানৰূপ পক্ষ ধারণ পূর্বক উড়িতেই স্বৰ্গ মৰ্ত্ত্য পাতাল প্রভৃতি তাবৎ সৃষ্টিকে বেষ্টন করে; এবং যদি পরমেশ্বরের ন্যায় ও দয়াদি গুণ বিবেচনা করিয়া ভাল ও মন্দ, ভ্রম ও সত্যতা, শত্ৰুতা ও প্রেম,