পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের সত্যতার বিষয় । 8 q ৫ অধ্যায় । পরমেশ্বরের সত্যতার বিষয়। পরমেশ্বর সত্যময়। (৫ পৃষ্ঠে দেখ।) ১। ধৰ্ম্মপুস্তকে বার ২ ঈশ্বরকে সত্যময় কহে, যথা: “তোমার অনুগ্রহ আকাশ পর্য্যন্ত উচ্চ, ও তোমার সত্যতা মেঘ পর্য্যন্ত ব্যাপ্ত অাছে।” ৫৭ গী ১০ । “যাহারা পরমেশ্বরের নিয়ম ও প্রমাণবাক্য প্রতিপালন করে, তাহাদের জন্যে র্তাহার তাবৎ পথ অনুগ্রহের ও সত্যতার পথ।” ২৫ গা ১০। ' “তোমার যে ধৰ্ম্ম সে নিত্য ধৰ্ম্ম, ও তোমার শাস্ত্ৰষ্ট সত্য ।” ১১৯ গী ১৪২ ৷” so “ হে পরমেশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব, ও তোমার নামের প্রশ৭সা করিব ; কেননা তুমি আশ্চর্য্য ক্রিয়া করিয়াছ, এব° দীর্ঘকালাবধি কৃত তোমার মন্ত্রণ সত্য ও যথার্থJ" যিশ ২৫ । ১। : “হে সৰ্ব্বশক্তিমান প্রভো পরমেশ্বর, তোমারু ক্রিয়া সকল মহৎ ও আশ্চৰ্য্য ; হে পবিত্ৰ লোকদের রাজন, তোমার মার্গ সকল ন্যায্য ও যথার্থ।” প্রকা ১৫। ৩। পুনশ্চ, মিথ্যা কথা কহ সমুদায় ধৰ্ম্মপুস্তকে দৃঢ়ৰূপে নিষেধ আছে, এবং মিথ্যাবাদিগণকে ভয় দর্শাইয়া বলে, এমত লোকেরা কখন স্বর্গে যাইতে পারিবে না। যথা ;